দুটি কবিতা/ জরিনা আখতার 

দুটি কবিতা

দুটি কবিতা

আকাল 

        এ কোন অপসময়ে ভিক্ষাবৃত্তির জন্য নেমেছো 

        এ তল্লাটে আজ সবাই ভিক্ষুক ——

        কে কার ভিক্ষাপাত্র ভরে দেবে !

        সবুজ ঘাসের মাঠে বাদামি রঙের খেলা 

        রিক্ততা ও শূন্যতা দুই জমজ বোনের মতো ঘুরপাক খাচ্ছে সেই বাদামি রঙে 

        শুকনো গাছের ডালে বসে আছে অনাহারী পাখিগুলো ——

        কোনো কলরব নেই ,

        কোথাও ক্ষুদ-কুঁড়ো অবশিষ্ট নেই ; 

        জলভরা কল্লোলিত নদীটি আজ 

       অন্ত:সলিলা ফল্গুধারা ——

       ঊনজলে শুধু পাথরগুলো দৃশ্যমান

       পলিমাটি নেই কোথাও ——

       ধুয়ে -মুছে গেছে নদীর সবটুকু লাবণ্য  | 

       এ তল্লাটে আজ খুব আকাল পড়েছে ——

       ভিক্ষার আকাল 

       মানবতার আকাল 

       বোধের আকাল 

       প্রজ্ঞার আকাল 

       বিশ্বাসের আকাল 

       ভালোবাসার আকাল |

 

   ২. যত ভুল 

 

       সবটাই ভুল ছিল ——

       অক্ষরে অক্ষরে 

      শব্দে শব্দে 

      বাক্যে বাক্যে 

      পঙক্তিতে পঙক্তিতে ——

      তবু কবিতাটি দাঁড়িয়ে ছিল তার টানটান শরীর নিয়ে 

     ছিপছিপে সরু তালবীথিটার মতো ; 

     অক্ষরগুলো সাদা জুঁই ফুল 

     শব্দগুলো সুগন্ধি বকুল 

     বাক্যগুলো পলাশ-শিমুল 

     পঙক্তিগুলো জারুল-পারুল ——

     ভুল আর ফুলে ভরা কবিতাটি 

     আজও বেঁচে আছে —- যেন মৃত্যুহীন প্রাণ 

     সঙ্গে নিয়ে ভুল ও ফুলের সুঘ্রাণ |

জরিনা আখতার
জরিনা আখতার