একাত্তরে মার্চ মাস / রানা জামান

একাত্তরে মার্চ মাস

একাত্তরে মার্চ মাস

একাত্তরে মার্চ মাস / রানা জামান

 

একাত্তরে মার্চ মাস ছিলো বেশ তপ্ত

দুই তারিখে উড্ডীন স্বাধীন নিশান

অনেক খুশিতে যুবা শ্রমিক কিষাণ

বাঙালি অতীত হতে আছে রণে রপ্ত।

পুরো মাস ছিলো যেনো খুব অভিশপ্ত

এহিয়া মুজিবে আসে সম্পর্কে বিষাণ

আলোচনা লবডঙ্কা অসিত ঈশান

ঐতিহাসিক ভাষণ আসে দিনে সপ্ত।

 

বঙ্গবন্ধু পুরো মার্চে লৌহের সমান

আলোচনায় আখুটি কিছু না কমান।

 

মার্চের পঁচিশে অপারেশন সার্চলাইট

বঙ্গবন্ধু মুজিবুর হলেন গ্রেফতার

স্বাধীনতার ঘোষণা মুজিবের ফাইট

বাঙালি সমরে নামে নাহি দিয়ে ছাড়।

রানা জামান