ফারুক মাহমুদের  দুটি কবিতা

ফারুক মাহমুদের দুটি কবিতা

ফারুক মাহমুদের  দুটি কবিতা

১.

পথ

—–

এক প্রস্ত। দুই প্রস্ত। কয়েক প্রস্ত চা

কথার পেছনে কথা। আরো, আরো-আরো কথা

কিংবা, কোনো কথা নয়। কাছে-পাশে বসে থাকা

             অতঃপর ফিরে যাওয়া দুটি একা ঘরে

কর্মদিন নেই, ছুটিবার নেই

প্রত্যহ চলিষ্ণু থাকে আমাদের দেখাদেখি খেলা

আজ দেখি ভিন্ন পরিস্থিতি–

কোথাও সংশ্লিষ্ট নেই মানুষের দমআঁটা ভিড়

শহরের প্রতি অঙ্গে দোল খাচ্ছে জ্যোৎস্নার ঢেউ

‘কী যেন কিসের লাগি’ কেঁদে ওঠে আমাদের আধপোড়া মন

স্থগিত থাকুক তবে– পুরনো অভ্যাসবশে শুধু শুধু ঘরে ফিরে যাওয়া

তার চেয়ে এই ভালো– এসো

হারিয়ে মুখস্থ পথ, দূরে যেতে যেতে  

মন ভ’রে তুলে অবিরল গানের জোয়ার

 

২.

অসমাপ্ত ঝগড়াগুলো

—————————

পায়েহাঁটা পথ

আর মাত্র কয়েক মিনিট…

এরপর থেকে

আমাকে না-দেখার জন্য পেয়ে যাবে দীর্ঘ অবসর

হাতে কিন্তু বেশি কথা নেই

আমাদের অসমাপ্ত ঝগড়াগুলো এরমধ্যে শেষ করা যাবে!

ফারুক মাহমুদ
ফারুক মাহমুদ