ফুটপাত / শৈল্পিক হুমায়ূন

ফুটপাত

ফুটপাত

ফুটপাত / শৈল্পিক হুমায়ূন

 

ফুটপাতের যদি স্বর থাকতো
তাহলে আর্তনাদ করে বলতো-
আমার দুপাশ ভরিয়া গিয়াছে হকারে
হাঁটার পথ নাই আহারে!

দারিদ্র ফুটপাতকে দেয়নি রেহাই
খাবারের দোকানে বানিয়েছে সরাই।

শপিংমল নেমেছে রাস্তায়
মানুষের ভীড়ে হাঁটা দায়
কাপড়, জুতা, জুয়েলারি
মহাবিরক্ত পথচারী।

পথ থুয়ে ফুটপাতে বাইক চালক
অশিক্ষিত মূর্খ ভোদাই নাবালক
আইন মানে না, বারন শোনে না
বিবেকান্ধ তুই নপুংসক।

পথ দখল হয়েছে কাঁচাবাজারে
এমন আড়ত হাজারে হাজারে;
রাস্তা দেখে মনেই হয় না ফুটপাত
সবজিতে সবুজ পথ, হাঁটা হয়েছে উৎখাত।
বাজার স্থান রেখে এসেছে ফুটপাতে
পথ ঢেকে গেছে বনিকের উৎপাতে।

রাস্তার পাশে দেয়াল ঘেঁষে করো মূত্র বিসর্জন
দুর্গন্ধ ছড়াও নোংরা তোমার মন
ময়লা আবর্জনায় বানিয়েছ ভাগাড়
হাঁটার তিন ফিট রাস্তা দেওনি ছাড়।

সভ্য হয়েও তোমার মন অসচেতন
রাখো যাতায়াত যোগ্য যেমন তব নিকেতন
সৌন্দর্য থাকুক সকল চলাচল পথ
পদচারণ করুক মানুষের মুক্ত পদ।

সদা তোমার মস্তিষ্ক ঘিরে
জাগ্রত চেতন আসুক ফিরে।

 

শৈল্পিক হুমায়ূন
শৈল্পিক হুমায়ূন