গোলাম কিবরিয়া পিনু’র দুটি কবিতা

গোলাম কিবরিয়া পিনু’র দুটি কবিতা

গোলাম কিবরিয়া পিনু’র দুটি কবিতা

 

নির্যাস

সব ধরনের সুগন্ধির চেয়ে–এখন টাকার

গন্ধ মানুষের প্রিয়! টাকাতে যে সুগন্ধ আছে.

তা আর কোথাও নেই! সুগন্ধ যা দিয়ে তৈরি

হয়, ধরো–গোলাপের নির্যাস, সেই

নির্যাসের চেয়েও অতিমাত্রায় পাগলকরা

নির্যাস টাকায়, যা গভীর আসক্তির কারণ

হয়ে দাঁড়িয়েছে, তাতে হৃদবিকল হওযার

কথা জানার পরও–ভয়াবহ রকম আসক্তিতে

আমরা অনেকে পাগলপ্রায়! পাগল হলেও

পাগলাগারদে থাকতে হচ্ছে না, সে-কারণে

তা আরও ভয়াবহ!

 

ছোটগ্রাম

গ্রামবাসীরাও ভাগ হয়ে গেল, একটা ছোটগ্রাম, কয়টা

বা বসত ঘর, কতজন আর মানুষ, একটা শান্ত

নদীর অববাহিকায় থেকেও একসাথে ফসলের

জমিতে জলসেচ করতে পারল না! একটি কৃষিখামারও

তৈরি করতে পারল না, হাসপাতালের কথা বাদই

দিলাম! এতটা বিভেদ, এতটা বিরোধ, এতটা

হিংসাআশ্রিত জীবন নিয়ে একটা কাঁচাসড়কও তৈরি

করা গেল না;  যে সড়কে পা রেখে শিশুরা অন্তত

নদীর জলে সাঁতার শিখবে!

 

গোলাম কিবরিয়া পিনু
গোলাম কিবরিয়া পিনু
%d bloggers like this: