গজব প্লাবন কোন সে পাপে/ সুলতানা রিজিয়া 

গজব প্লাবন কোন সে পাপে/ সুলতানা রিজিয়া

উড়ছে মেঘ ফুঁড়ছে মেঘ জ্বলছে মেঘ ঈশাণে 

ডুবছে গাঁও ভাঙ্গছে বসত ভাসছে মানুষ বানে।

কাটছে জল ছিন্ন পাল ডিঙি নাও কলার ভেলা

ঘর গৃহস্থে খুন্নি যাপন দুলছে দোদুল চৌবেলা।

 

বানের তোড়ে সন্ধিসলুক বুক সাঁতার গগন তলে

নিদ্রাহীন মনুষ্য শোক হুতাশন ঝরে অশ্রু জলে।

তরু লতা লাউ মাচান ছিঁড়লো বাঁধন উদলা বায়

মাটির কোঠা, নিকানো উঠোন গাঙে ভেসে যায়।

 

ভাটির প্রণয় জোয়ার টানে কুলহারানোর ছলে

নায়ের খোলায় উপোস ফুঁসে ঊর্দ্ধমুখী ধুম্রজালে

শ্রাবণ মেঘের জলতৃষ্ণায় হারালো পথ নিশানা

বাঁচার প্রশ্নে জলমহালে পুড়ে আশার ঠিকানা।

 

ত্রাণ দস্যুদের ডলার পাউন্ড টাকার নোংরা নাটক

আইন কানুন আচার বিচার জেলের লৌহ ফাটক

বজ্র আঁটুনি  ফস্কা গেঁড়ো টকশালের শক্ত খুঁটি 

জনতার রায় মারছে দেদার ছিঁড়ছে ন্যায়ের টুঁটি। 

 

ভাবিনা কেউ গজব প্লাবন আসে কোন সে পাপে

ছিঁড়ছি বাঁধন দেখছি কাঁদন নির্বাক পরিতাপে

দিনে দিনে হররোজ  জমছে ক্লেদ আটকুঠরি

বন্ধ হলে দুনিয়ার খোয়াব লহমায় যাবো ছাড়ি।

%d bloggers like this: