হৃদয়ে কবি নজরুল / আফরোজা অদিতি

হৃদয়ে কবি নজরুল

হৃদয়ে কবি নজরুল

হৃদয়ে কবি নজরুল / আফরোজা অদিতি

 

আমার হৃদয় পৃষ্ঠা ওড়ে

ওড়ে স্মৃতির ধূলো মাখা প্রবালপ্রেম

চাঁদের আলো ঝলকে ওঠে নয়নতারার

আঁখির কিনরায়; হেসে ওঠেন কবি নজরুল!

 

কবির হাসিতে হেসে ওঠে সন্ধ্যামালতি, হাসে

অপরাজিতা; হাসে ঘাসফড়িং প্রজাপতি! সুদূর

কিশোরবেলা থেকে ভেসে আসছে মায়ের কণ্ঠ-

“সাম্যের গান গাই/আমার চক্ষে পুরুষ রমণী

কোন ভেদাভেদ নাই।’’ …আবৃত্তি করছেন মা;

তাঁর ললিতকণ্ঠ ছড়িয়ে দিচ্ছে কবির চেতনা,

কবির ইচ্ছা! মায়ের কন্ঠস্বরে আমার চারপাশ

আমোদিত হয়ে পাপড়ি মেলে হেসে উঠছে

শিউলি-বকুল!

 

আমার হৃদয় পৃষ্ঠা ওড়ে

উড়ে যায় বাবুদের তালপুকুরের পাড়ে! ছলছল

জলের শব্দ ঝিঙেফুলের সৌন্দর্যে মোহিত হয়ে

গেয়ে ওঠে “ঝিঙেফুল! ঝিঙেফুল।/ সবুজ পাতার

দেশে ফিরোজিয়া ফিঙেকুল… করে তোল মশগুল-…।”

মায়ের কণ্ঠের পরে ভেসে আসে বাবার বিদ্রোহী কন্ঠ-

“আমি চির-বিদ্রোহী বীর-/ আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি

একা চির-উন্নত শির!” বাবার কন্ঠস্বরে ওড়ে আমার

প্রিয় স্বাধীন পতাকা!

 

আমার হৃদয় পৃষ্ঠা ওড়ে

উড়তেই থাকে কবির এ কবিতা থেকে  সে কবিতা

উড়তেই থাকে উড়তেই থাকে! সঙ্গে ওড়ে আমার

হৃদয়। উড়ে যায় ব্যথাতুর কবির কাছে; গেয়ে ওঠে-

“ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বলবুলি…”

কবির ব্যথার পুষ্প অমলিন! দিন চলে যায় বাধাহীন!

 

আমার হৃদয় পৃষ্ঠা ওড়ে

ওড়ে আমার স্মৃতির ধূলো মাখা প্রবালপ্রেম।

আফরোজা অদিতি
আফরোজা অদিতি