হুমায়ূন আহমেদের উক্তি – রক্তবীজ ডেস্ক

হুমায়ূন আহমেদের উক্তি রক্তবীজ ডেস্ক

*মানুষের মন বিচিত্র জিনিস। সমস্ত নক্ষত্রপুঞ্জে যে জটিলতা ও রহস্য তার থেকেও রহস্যময় মানুষের মন।

*মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ।

* কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনাগুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে।

* মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়।

*গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন l কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতা।

* কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে একধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয়। এবং নারী সঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে পুষে রাখে।

*তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভাল মানুষ।