খ্যাতির মৌমাছি – জাকির আবু জাফর

খ্যাতির মৌমাছি - জাকির আবু জাফর

যে যায় যাক আমি যাবো না-

যাবো না খ্যাতির কামার্ত কাঙালের ভিড়ে

যেখানে শোভন ছলে আত্মগন্ধের অকাট বিজ্ঞাপন

যেখানে কেবল আত্মচারীর নিতান্ত ভাগাড়

এমন প্রতারিত নকল নায়কের সঙ্গ আমার পোষায় না

 

খ্যাতির তৃষ্ণায় জল ঢেলে লোভের রাক্ষস তাজা

করার খায়েশ আমার মোটেই নেই

আমি নির্জনতার হাত ধরে বসে থাকি, তার পাঁজর থেকে

                           ছেঁকে আনি জ্যোতির শরাব

গোপনে গহনে আমার বুকের ভেতর উঠে আসে

                           একাকিত্বের শিস

আমি চাই নির্জনতাই আমার কথা বলুক

 

একটি বৃক্ষের ডালে নিজেকে লুকিয়ে যখন গান করে পাখি

আমি তার ললিত কণ্ঠের মাধবীতে কান পাতি

মরমে পরম বাণী জ্বলে, বলে পাখির ক‚জন সে তো পৃথিবীর সেতার

আমি চাই পাখিই আমার কথা বলুক

 

তেমন বৃক্ষের নকশা আমার হৃদয়পটে আঁকা

যার দেহে বাতাস দিলে মুহুর্মুহু দোলে সবুজ অক্ষর

হৃদয় উন্মুক্ত হলে যার ডালে মুখ তোলে ফুল

আমি চাই সেই বৃক্ষ আমার কথা বলুক

 

নদীর কথাও তোলা যায়, বলা যায় নদীর নৈকট্যের কথা

আকাশ যখন নদীর হৃদয়ে সিনা পেতে মাথা রাখে জলের বালিশে

আমি তার শয়নের নিগূঢ় সৌন্দর্যের তুবায় নত হই

দেখি সেই সমর্পিত সুন্দরের অবগাহন যাকে বুকান্তর করে নদীর পেয়ালা

আমি চাই নদীই আমার কথা বলুক

 

যে পারে পারুক, আমি পারবো না আত্মগানের সারিন্দায় দোল দিতে

আমার কামনা নিতান্ত সহজÑ আত্মা নিজেই বাজুক সুনামের উচ্চগ্রামে

আপনা থেকেই যখন বাজে আত্মার সুর

তার মধুময় ধ্বনি সহসাই পৌঁছে পৃথিবীর কানে

পুষ্পলব্ধ প্রশংসিত কর্মের মানবিক মৌচাক হোক একান্ত আমার

যাকে ঘিরে নিঃশব্দে জমা হবে খ্যাতির মৌমাছি

কর্মের আওয়াজ শব্দের চেয়ে বেশি চিরদিন

আমি চাই কর্মই আমার কথা বলুক।