খতিয়ান/ প্রণব মজুমদার

খতিয়ান

খতিয়ান

খতিয়ান/ প্রণব মজুমদার

 

চাওয়া পাওয়ার রেওয়ামিলে নেই মিল

চেয়েছি আকুল ইচ্ছায় পেয়েছি অল্প

বেদনার বালুচরে আশাহত পাখি উড়ে

যায় হতাশার নীলাভ জমিনের অনলে

তেমন কোন চাওয়া ছিল তোমাদের কাছে?

আশায় থাকি প্রতিদিন, শূন্য হাতে ফিরেছি

ঘুমহীন রাতে চোখ হয়েছে ভরাট নদী 

দেখতে কী চেয়েছিলে মায়াহীন সব রাত?

 

ভালোবাসাহীন তিমির শুধু সাথী হয়েছে

একা একা প্রান্তরে হেঁটে চলেছে আঁধার

পথের ঠিকানা নেই, শেষ হয়ে যায় বেলা

অবসন্ন হয় সকাল দুপুর বিকেল রাত!

ভালোবাসা কাকে বলে তাও জানতে চেয়েছি

অবেলায়ও অমিল থেকে যায় লেনদেন!

প্রণব মজুমদার
প্রণব মজুমদার