কিঞ্চিৎ সন্দেহ থাকাও কিন্তু ভালোবাসার প্রাণ/ মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

চির বিস্ময় যে জন - মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার 

প্রেম ভালোবাসা নিয়ে আমাদের উদ্দীপনার কোন সীমা নেই। পছন্দের একজন বিশেষ মানুষের ভালোবাসা জীবনকে বদলে দেয়। তাই সবাই একজন প্রিয় মানুষ খুঁজে পেতে চেষ্টা করেন। কেউ সহজেই পায় তার খোঁজ। আবার কারো কারো ভালেবাসা খুঁজে পেতে চলে যায় পুরো জীবন।

প্রেমে পড়া নিয়ে আমাদের সবার মাঝেই কিছু ভুল ধারণা রয়েছে। পুরনো কিছু ধারণা আমাদের এমনভাবে আকড়ে আছে, যে কারণে আমরা খুব সহজেই আসল মানুষটাকে চিনতে ভুল করে ফেলি। যেমন আমরা মনে করি দেখতে সুন্দরী বা হ্যান্ডসাম না হলে প্রেম হয় না। কিংবা প্রেম জীবনে একবারই আসে ইত্যাদি।

 

ক্যাম্পাসে যাওয়া আসার পথে প্রায়ই মালিহা ছেলেটিকে দেখতো । ছেলেটি তার  দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তা দেখে মালিহার মনেও কম্পন ধরে যেতো। অবশ্য ভেতরে ভেতরে জল্পনা কল্পনা আর স্বপ্ন দেখারও অন্ত ছিলো না। পরে জানা গেলো, ছেলেটি আসলে মালিহা নয়; তার অন্য এক প্রেমিকার জন্য অপেক্ষা করতো। সত্যিটা জানার পর মালিহার মনটাও খুব খারাপ হয়ে গেলো। সে বুঝে গেলো চোখ সবসময় সত্যি কথা বলে না। তাই কাউকে নিয়ে স্বপ্ন বোনার আগে নিশ্চিত হওয়া জরুরি।

তবে এমন তো প্রায়ই দেখা যায়, ফর্সা মেয়েদের চেয়ে অপেক্ষাকৃত কম ফর্সা দেখতে মেয়েদেরকেই বেশি পছন্দ করছে ছেলেরা। দেখতে ভালো হওয়ার চাইতে সুন্দর ভঙ্গীর মেয়ে বা ছেলেদের সবাই সহজেই পছন্দ করে এবং তাদের প্রেমও হয় দ্রুত।

প্রচলিত এই ধারণাটিও একটা একদমই মিথ্যা। প্রথমদিকে তেমন অসুবিধা না হলেও পরে ‘সঠিক’ ভাষা বা কথা বলা ছাড়া ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব হয় না। কারণ, কথা বলার মধ্য দিয়েই কেবল স্বামী-স্ত্রী বা পার্টনারের মধ্যে হওয়া নানা রকম ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্বের অবসান ঘটানো সম্ভব।

অনেক প্রেমিকা-প্রেমিকা গর্ব করে বলেন যে, তারা কেউ কাউকে সন্দেহ করেন না। এটাও আসলে একদমই ভুল! কারণ, ভালোবাসার মূলমন্ত্র হচ্ছে ‘বিশ্বাস’। তবে দু’জনের মধ্যে যদি সন্দেহ বা খানিকটা ঈর্ষা না থাকে, তাহলে মনে হতে পারে যে, একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। একটু একটু সন্দেহ থাকাটাও ভালোবাসার প্রাণ।

 

আরেকটি কথা হলো, প্রথম প্রেমে ব্যর্থ হলে কষ্ট কাটিয়ে উঠতে সময় লাগে। অনেকে আবার নতুন করে কাউকে ভালোবাসতে চায় না, এ কথাও ঠিক। তাই বলে আর কাউকে ভালোবাসা যাবে না বা একাধিকবার প্রেমে পড়া যাবে না, এটা ঠিক নয়। কেউ কেউ আবার মনে করেন, প্রথম প্রেম বা শেষ প্রেম বলে কিছু নেই। যে সম্পর্ক মনকে তীব্রভাবে নাড়া দেয়, আমূলে বদলে দেয় জীবনকে, সেটাই আসলে সত্যিকারের প্রেম।

 

এটা কারো কারো জন্য ঠিক হলেও খুব কম মানুষই প্রথম প্রেমের দীর্ঘশ্বাস বুকে বয়ে বেড়ান। বরং প্রথমবার প্রেমে পড়ার সময় বয়স ও অভিজ্ঞতা কম থাকায় নানা সমস্যা হয়। এরপর বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে, ফলে প্রেমে পড়তে আরো সুবিধা হয়। ফলে তারা একের পর এক ধরা পড়তেই থাকেন।

এটাও একটি ভুল ধারণা। দাম্পত্য জীবনে যৌনমিলন খুবই মুখ্য এ কথা অবশ্য ঠিক। তবে যৌনমিলন বেশি হলেই যে প্রেমিক-প্রেমিকার মধ্যে সম্পর্ক সুখের বা স্থিতিশীল হবে, তাও কিন্তু বলা যায় না। কারণ, কেবল যৌন সম্পর্ক করেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। এজন্য প্রয়োজন মন দিয়ে ভালোবাসা। কারণ ভালোবাসা মিথ্যা বা কোন প্রকার প্রতারণার মাধ্যমে স্থাপন হলেও এর মধ্যে কিন্তু কোনো ফাঁকি বা মিথ্যা চলে না।

 

আবার প্রত্যাশিত কাউকে না পেয়ে নিজেকে শেষ করে দেয়ার নামও প্রেম নয়। একাধিক বার চেষ্টার পরও কেউ কাউকে বোঝতে না পারলে অথবা এড়িয়ে গেলে তার পেছনে আর অতিরিক্ত সময় ব্যয় না করে নিজের জীবনমান উন্নয়নের প্রতি আত্মনিয়োগ করতে হবে। তবে তার প্রতি খেয়াল রাখা দোষের কিছু নয়। এক সময় জীবনমান উন্নত হলে সেটিও তার প্রতি ভালোবাসার প্রচেষ্টা সফল হবে।