কৌতুক/ রক্তবীজ ডেস্ক
কৌতুক
স্কুলগুলো খুলেছে। আজ প্রথম দিন। শিক্ষক হাজিরা নিচ্ছেন।
শিক্ষক: রোল নম্বর ১
__ ইয়েস স্যার।
শিক্ষক: রোল নম্বর ২
__ ইয়েস স্যার।
শিক্ষক: রোল নম্বর ৩
__ নেই স্যার।
শিক্ষক: কেন আসেনি রে?
__ ওর বিয়ে হয়ে গেছে স্যার। এখন ও শ্বশুরবাড়িতে পড়াশোনা করছে।
শিক্ষক: আচ্ছা। রোল নম্বর ৪
__ স্যার, রোল নম্বর ৪ কার ছিল?
শিক্ষক চশমাটা একটু ঠিক করে নিয়ে ভালো করে এদিক ওদিক তাকিয়ে আস্তে করে জিজ্ঞেস করলেন, ‘রঘু কোথায়?’
__ স্যার রঘু তো নেই।
শিক্ষক: কী হলো তার?
__ সেরকম কিছু নয় স্যার, আসলে স্কুল আর খুলবে না ভেবে সে তার বাড়ির কাছেই একটা মুদির দোকান খুলেছে। হয়তো স্যার আর সে স্কুলে আসবে না।
শিক্ষক: হায় ঈশ্বর!! আচ্ছা ছেড়ে দে। রোল নম্বর ৫
__এটা কার নম্বর স্যার?
শিক্ষক: সামাদ কোথায়?
__ আছি স্যার। আমার রোল নম্বর ৫ ছিল নাকি স্যার? ভুলেই গেছিলাম।
অবাক হয়ে শিক্ষকমশাই কিছুক্ষণ থম মেরে বসে রইলেন।
সেই সময় হঠাৎই একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এল।
শিক্ষক: আরে বাচ্চা কাঁদে কোথায় !!!
__ স্যার আমি শুচিস্মিতা। বাড়িতে বাচ্চাকে একা কোথায় রেখে আসব। তাই সাথে করে স্কুলেই নিয়ে এলাম।
ক্লাসের সবাই-ই ফিকফিক করে হাসতে লাগল। কেবল মাষ্টারমশাই গম্ভীর হয়ে বসে রইলেন। তক্ষুণি একজন ছাত্র দাঁড়িয়ে জিজ্ঞেস করল __ স্যার আমার নাম রমেশ। আমার নামটা রেজিস্টারে আছে কিনা একটু দেখে দিন না।
শিক্ষক বহুক্ষণ তন্নতন্ন করে খুঁজেও রমেশের নাম রেজিস্টারে বের করতে না পেরে একরাশ বিরক্তি নিয়ে রমেশকে বললেন, “তোর নামটা তো দেখছি না। তোর অন্য কোনো নাম আছে নাকি রে!!”
__ কী !! তার মানে আমি এই ক্লাসে পড়তাম না নাকি !! তাহলে আমি কোন্ ক্লাসে পড়তাম ??
এবার শিক্ষকমশাই চারদিক ভালো করে নিরীক্ষণ করে জিজ্ঞেস করলেন, “আচ্ছা, ক্লাসে এতো ছাত্র-ছাত্রী কেন ? রেজিস্টারে তো এতজনের নাম নেই। ব্যাপারটা কী ?”
দুজন ছাত্রী উঠে দাঁড়িয়ে খুব লাজুক কন্ঠে বলল, “স্যার, নতুন করে আবার ক্লাস শুরু হয়েছে। তাই দিনটাকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা আমাদের হাজব্যাণ্ডদের নিয়ে এসেছি।
শিক্ষকের আর কিছু বলার রইল না। তিনি চুপ করে রইলেন। তখনই দরজার পাশে দাঁড়িয়ে একটি ছেলে বলে উঠল,” স্যার, আমাকে কি আগে কখনও এই স্কুলে দেখেছেন?”
শিক্ষক: কেন একথা জিজ্ঞেস করছিস?
__ না মানে স্যার আমি কোন্ স্কুলে পড়তাম মনে করতেই পারছি না। আপনি যদি আমাকে আগে দেখে থাকেন তাহলে বুঝব আমি এই স্কুলেই পড়তাম।
শিক্ষক আর কথা না বাড়িয়ে রেজিষ্টারটি বন্ধ করে রাখলেন। ঠিক সেইসময়ই একজন ব্যক্তি দরজায় এসে জিজ্ঞেস করল, “আরে সমীরণবাবু আপনি আবার এখানে কেন? এটা তো আমাদের স্কুল। আপনার স্কুল তো পাশেরটা।”
শিক্ষক এবার জ্ঞান হারালেন।
(একটি অসমীয়া কৌতুক থেকে অনুবাদিত)
Facebook Comments Sync