লজ্জা-শরাব / শাহীন রেজা
লজ্জা-শরাব / শাহীন রেজা
লাল হতে হতে অবশেষে নীল হয় রাত
লজ্জা যখন নামে নিচু লয়ে স্নানের জলে
মাছেদের ঘোলাচোখও আচানক ঝিলিক মারে
গোপন শরাব ঢালে অচিনের চেনা কোর্তায়
কলমির খোলা বুকে ফালি ফালি ভোর
নিশুতির বাসী গন্ধে কেমন বিভোর
নিতাই মাঝির ঘরে হুঁকো আর স্বপ্নমৈথুন
নিশিন্দার বাঁকানো গ্রীবায় রমণীর ঢং
কবিতা বেহুঁশ হাঁটে নাটোরের পথে
সেই পথে আমিতুমি তুমিআমি
আর এক ফাগুনের ঘোর
মন-উপবনে।
Facebook Comments Sync