মাতৃভূমির শুদ্ধতম মৃত্যুঞ্জয়ী পতাকা / সাঈফ ফাতেউর রহমান 

মাতৃভূমির শুদ্ধতম মৃত্যুঞ্জয়ী পতাকা / সাঈফ ফাতেউর রহমান 

মাতৃভূমির শুদ্ধতম মৃত্যুঞ্জয়ী পতাকা / সাঈফ ফাতেউর রহমান 

মাতৃভূমির শুদ্ধতম মৃত্যুঞ্জয়ী পতাকা / সাঈফ ফাতেউর রহমান 

 

রৌদ্রোজ্জ্বল রাজপথ দাপিয়ে যে মিছিল চলে গেলো

যে হাত উত্থিত হলো অনাচার প্রতিরোধের দৃপ্ত শপথে

যে তরুণ যে যুবক যে নারী আস্থায় উচ্চারণ করলো অভয়বাণী

সে মিছিলে ভাঙন ধরাবে, বিভ্রান্তি ছড়াবে এমন সাধ্য কারো নেই।

যে বোনেরা যে মায়েরা যে কন্যারা সাহসে বেঁধেছে বুক

যে কিশোর যে তরুণ যে যুবক যে প্রৌঢ় জীবনকে রেখেছে বাজি

যে অভয় উচ্চচারণের সুস্মিতি মানবোচিত উত্থানে সাজালো জীবন

যে আস্থার প্রাবল্য অঙ্কন করে দিলো স্বদেশ মানচিত্র জনতার মুখে ।

যে বজ্রকাঠিন্যের প্রদীপ্তি বিচ্ছুরিত হলো রাজপথ থেকে জনপদে জনপদে

আলোকিত মহিমার এই অমিত দ্যুতির প্রতিরোধে সক্ষম হবেনা কোন ঘৃণ্য পাতক।

অন্তর্গত উদ্ভাসের যে জোয়ার আলোয় সাজলো স্বদেশ

অন্তর্মহিমার যে সঙ্গীত উচ্চারিত হলো সুকণ্ঠের অমিত বৈভবে

বিস্তৃত হয়ে যাবে শুদ্ধতম সুপ্রভায় দীপ্তিমান অনিন্দ্য সৌরভে।

রাজপথ আর জনালয় অবিভাজ্যতায় জীবনানুষঙ্গে উদ্বেল উচ্ছ্বাসে

শোনিতে শিরায় বহমানতায় অমৃতানুভবে এঁকে যায় হৃদয়াপ্লুত অঞ্জলি।

পথে আছে যারা সব বয়সের নারী ও পুরুষ বাংলার প্রতিরোধী সন্তানেরা 

জীবনানন্দ আহরণে তারা অকুণ্ঠায় প্রয়োজনে করতে পারবে জীবনদান।

এই মাটি আর এই জনতার আবহমান সংগ্রামে সংশ্লেষে আর সুস্মিতিতে

তস্করদল হীন মানুষেরা পরজীবীদল পদ-প্রত্যাখ্যানে হয়ে গেছে চুরমার

জনতা-কণ্ঠে আগত দিনেও আত্মপ্রভায় উচ্চারিত হবে জীবন-আলোর সঙ্গীত।

দুর্জয় মানুষেরা

বাংলাদেশের শ্যামল সবুজে

অবিশ্বরতায় উড়াতে থাকবে 

মহিমাময়  মাতৃভূমির শুদ্ধতম পতাকা মৃত্যুঞ্জয়ী।

সাঈফ ফাতেউর রহমান
সাঈফ ফাতেউর রহমান