মেঘ বলেছে / প্রণব মজুমদার
মেঘ বলেছে / প্রণব মজুমদার
চাইছি এখন অঝোর ধারায় বৃষ্টি নামুক!
মেঘ বলেছে যাব না আর তোমার কাছে
তোমাদের দূষণে আমার হলো অভিমান!
বরফের মতো সাদা আমি জলধর;
মমতার স্পর্শে জড়িয়ে ধরে নীলনভ।
তোমরা ভালোবাসা, মমতা বোঝে না!
তাই নিকষ কালো হলো আমার মন।
কাঁদতে ইচ্ছে করে সবুজ প্রান্তরে,
বর্ষা চেয়েছে আমায় আগ্রহ ভরে।
নদীর অতলান্তিক আবাহন;
শীতল পরশ সবাই তো চায়!
কথা দিয়েছিল স্বচ্ছ জলে নামবে না আঁধার,
অথচ তোমরা কেউ কথা রাখনি।
শুভ্রতা ছেড়ে কালো হতে কে চায়?
মেঘের মনও জয় করা যায় ভালোবাসায়!
তৃপ্তির আশায় আনন্দ স্নানে তোমাদের শ্রান্তি!
মিথ্যার বেসাতি ছেড়ে প্রার্থনা কর-
ভাঙ্গতে পারে হয়তো আমার অভিমান!
Facebook Comments Sync