মহান একুশে ফেব্রুয়ারি / মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল 

মহান একুশে ফেব্রুয়ারি

মহান একুশে ফেব্রুয়ারি

মহান একুশে ফেব্রুয়ারি / মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

 

মায়ের আঁচল ধরে বাংলায় কথা বলি ৷

উত্তরাধিকারসূত্রে মা পেয়েছেন তার পূর্বপুরুষদের মাতৃভাষা ।

সে আমার প্রথম শিক্ষক ।

শৈশবেই কাঁচা মনে বাংলা ভাষার বীজ বুনে দেন ।

নাড়ির টান, রক্ত সম্পর্ক, স্নেহ ও ভাব বিনিময়ে মাতৃবন্ধন তৈরি করেন ৷

অ, আ, ই, ক, খ, গ… বৈচিত্র্যময় বর্ণগুলোর সাথে পরিচিত হই ৷

বাংলা আমার প্রাণের স্পন্দন ।

এক অদৃশ্য ঐশ্বরিক শক্তি ।

আমি মায়ের অস্তিত্ব বহন করি ।

ছড়িয়ে দেই বাংলাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ৷

কিন্তু পাকিস্তানি শাসক-শ্রেণী বাংলা ভাষার উপর আগ্রাসন করে । 

ছাত্র-জনতার রক্ত ও চেতনায় প্রতিবাদের দাবানল সৃষ্টি হয় ৷ 

১৯৫২ খ্রিঃ ২১শে ফেব্রুয়ারি পাকিস্তানি পুলিশ ২৬ জনকে হত্যা করে ৷

রক্তাক্ত হয় রৌদ্রদগ্ধ পিচঢালা রাজপথ ।

ভাষার জন্য অকুণ্ঠচিত্তে জীবন উৎসর্গ করেন বাংলার দামাল সন্তানেরা ৷ 

তাদের চরম আত্মত্যাগের বিনিময়ে বাংলা পেয়েছে রাষ্ট্রভাষার স্বীকৃতি ।

আজো ভুলিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিকে ।

বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভাষা বীর শহিদদের স্মরণ করি ৷

একুশ মানে চির উন্নত শির, স্পর্ধিত অহংকার এবং অনুপ্রেরণা ৷

মাতৃভাষা ও বাঙালি জাতিসত্তা বিকাশে একুশ প্রতিনিধিত্ব করে ।

অমর একুশে ফেব্রুয়ারি বিশ্বজনীন । 

তাই, প্রমিত বাংলা ভাষা হোক আন্তর্জাতিক ভাষা ৷

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল