নাহার ফরিদ খান -এর কবিতা
নাহার ফরিদ খান -এর
কবিতা
স্বপ্নচাষের পৃথিবীটা তোমায় দিলাম
করছো সুখেই চাষ- বাস
উজাড় করে সব দিয়েছি আমার জন্য
রেখে দিলাম শূন্য আকাশ।
মোম জোছনা না হয় দিয়েই দিলাম
তোমার খুব না কি পছন্দ
নিবিড় করে অমাবস্যা জড়িয়ে নিলাম
গায়ে তবু লাগছেনা মন্দ।
আকাশ ভরা তারার মেলা, দেখ হাসছে
মিটিমিটি, তাও তুমি চাও !
বললে ডেকে শোন, কাঙ্গাল কেন এমন
আগুন ভরা সূর্যটা নাও।
সূর্য নেবো! তুমিইতো আমার কাছে চৈত্র
মাসের মধ্যগগন সূর্য
তোমার চাওয়া পূর্ণ করে করে অবুঝ
আমি শুধুই দিয়েছি অর্ঘ্য।
এই তুমি কঠিন পাহাড়, ঝর্ণাধারা
বয় না, হয় না প্রতিধ্বনি
আমার যতো ভুল, দিতে প্রেমের মাশুল
মন জুড়ে রচিনি ফাল্গুনী
একলা দুপুর, একলা বিকেল আমার
ছিল স্বপ্ন ভাঙ্গা দুঃখ রাত
সকাল- বিকেল মন ভেঙ্গেছে অহরহ
এখন মন ভাঙ্গেনা অকস্মাৎ।
Facebook Comments Sync