নদীচরে / ভারতী বন্দ্যোপাধ্যায়
নদীচরে / ভারতী বন্দ্যোপাধ্যায়
অনাবশ্যক সময় চলে যায়
চুপচাপ নদীটিও শুয়ে থাকে
তুমি তো জানো এই সবকিছু হারায়
মায়াময় জীবনের ব্যর্থতার কাছে
মন নিয়ে চেনাচেনি অনেক তো হলো
এখনো মনের পাখিটি বুকের খাঁচায়
শান্তভাবে কাকে খোঁজ বল
সে কোন গভীর অনুরাগ
হৃদয়ের ঢেউ চেটেপুটে খায়,
এখনো সুখের স্বপ্ন ধীরে ধীরে নামে
সে কোন অজানা অতীত কোন জন্মান্তরে
কিছু স্মৃতি কিছু প্রেম
সাঁকোর ওপারে গিয়ে থামে
নৌকা এসে ভীড়ে যায় এ জন্মের
জীবনবন্দরে।
Facebook Comments Sync