অমরত্বের তিলক তোমার বিশুদ্ধ ললাটে/ ড. নিগার চৌধুরী
অমরত্বের তিলক তোমার বিশুদ্ধ ললাটে
তোমার বুকের ভিতরের উত্তপ্ত ধাতব খণ্ডগুলো
অভিমন্যু জনকের অব্যর্থ অস্ত্রের মতো
ফিরে গেছে ঘাতকের নষ্ট আঙিনায়
যার আঘাতে আঘাতে বিদীর্ণ হবে
বিধ্বস্ত হবে ওরা বার বার
ধিকৃত হবে অনাগত বংশধরসহ
দুরপনেয় কলঙ্কের বোঝা বয়ে বেড়াবে
প্রজন্মের পর প্রজন্ম—
অথচ পিতা মৃত্যু গড়িয়ে গেছে
তোমার নিথর পায়ের তলে
অমরত্বের তিলক তোমার বিশুদ্ধ ললাটে
গৌরবের দ্যুতি ঘিরে আছে তোমার রক্তাক্ত দেহ
দুবৃত্তের জয়ের অহঙ্কার গুড়িয়ে দিয়েছো
বিজয়ের পতাকা উড়ছে তোমার এক হাতে
আরেক হাতের বিধ্বস্ত তর্জনী উঁচিয়ে
তুমি কিংবদন্তীর প্রবাদ পুরুষ
শুনতে পাচ্ছি তোমার সেই
অবিনশ্বর অমিত দৃপ্ত কন্ঠ
সেই অমোঘ সাবধান বাণী
‘আর যদি একটা গুলি চলে।’
Facebook Comments Sync