অমৃতেরই সিন্ধু তুমি –  জান্নাতুল ফেরদৌসী 

ডা. জান্নাতুল ফেরদৌসী

ডা. জান্নাতুল ফেরদৌসী

জন্মই তোমার আজন্ম সেবার জন্য,

তোমায় পেয়ে ধরণী হল ধন্য।

প্রবাহমান স্রোতধারা  তোমার কৃতকর্মে,

যুগে যুগে সাধক তুমি মানবধর্মে।

রত্নগর্ভা মা তোমার হীরা মানিক মুক্তা,

যত রকম রত্ন আছে তুমি তার সত্তা।

তোমার ছোঁয়ায় কুঁড়ি হয়ে ওঠে ফুল,

সুগন্ধ বিলিয়ে ধরা করে আকুল।

প্রজাপতির মতো তারা উড়ে উড়ে যায়,

নানান ফুলের মধু দিয়ে ধরণী সাজায়।

তোমার মাঝে খোঁজে তারা অমৃতের সুখ,

গর্বে তখন  ভরে যায় বিশ্বসম বুক।

শিক্ষাদীক্ষায় বেড়ে ওঠে

কচি কচি মুখ,

সবুজ সতেজ সুন্দর হয়ে

সরায় যত দুখ।

তোমার জন্য দিয়েছেন বিধাতা অমূল্য রতন।

তুমি তার মুল্য বুঝে

নিত্য কর যতন।

নিরন্তর বয়ে চলুক

তোমার কৃতকর্ম

নান্দনিক মানুষ তুমি,

মানব সেবাই ধর্ম।

অসহায়ের মাঝে তুমি,

সহায় সম্বল ধন,

বিধাতা দিয়েছেন তোমার

বিশ্বসম মন।

স্বপ্নভুক মানুষের স্বপ্নসারথী

তোমার জন্যই জালিয়ে বাতি,করে আরতি।

তুমি উজ্বল তুমি নির্মল, তুমি স্রষ্টার শ্রেষ্ঠ  সৃষ্টি।

তোমার কর্মগুনে ঝরে,

অমিয় ধারায় বৃষ্টি।

মানুষের কল্যাণে নিবেদিত তুমি অমানুষের শত্রু,

মানবিক মূল্যবোধে মানবতার মিত্র।

অমানিশার বিম্বিশায় ডুবে যাক অশুভ শক্তি, মানবসত্তা মুক্ত হোক,হোক  মানুষের মুক্তি।

যোগ্য পিতার উত্তরসূরি অমর হয়ে রও।

অমৃতেরই সিন্ধু তুমি তিন ভুবনে হও,

মানব হৃদয়ে আস্থায় তুমি মন্দির হয়ে যাও।

জন্মদিনে এই আশীর্বাদ করজোড়ে লও।।

(একুশে পদক প্রাপ্ত

প্রফেসর ডা.অরূপ রতন চৌধুরীর উদ্দেশে)