অন্য ছবি /  অরূপ পান্তী

অন্য ছবি

অন্য ছবি

অন্য ছবি /  অরূপ পান্তী

 

প্রতিটি সম্পর্কের ভেতর আরো এক সম্পর্ক

যেমন প্রতিটি প্রেমের ভিতর অন্য প্রেম

যেন আলো আঁধারের পুরনো বাড়ির ঘুলঘুলি

গোপন থেকে গোপনতর ঘাটে নৌকা বাঁধা

#

আকুল ডাক আর শুধু ডাকের অপেক্ষায়

সারাটা দিনের শেষে একা হাসা একা কাঁদা

প্রতিটি জীবনের ভিতরে অন্য এক জীবন

জীবনে জীবন যোগ, মেঘ করে বৃষ্টি পড়ে

#

রুক্ষ্ ও শূন্য মাটিতে বৃষ্টি হলো হাসি

বাড়ির উঠান জুড়ে  ফুল ও ফলের হাসি

মনে করো ঝাউ গাছটির পাশে তুমি

হাসিমুখে, যে দেখছে তারই দিকে তাকিয়ে।।

অরূপ পান্তী
অরূপ পান্ত