অন্যরকম ঈদ/ মীর ইসরাত জাহান
এবার ঈদে নেই কোলাহল হাসি
তবুও ঈদের দিনটি ভালোবাসি
আমার ভাগের সুখ আনন্দ মেখে
সুগন্ধি হোক দুঃখীর মুখের হাসি।
এবার ঈদে বঞ্চিতরাই জিতুক
থকথকে ঘা স্বস্তিভরে থিতুক।
যার যা কিছু কষ্ট, অভাব, জ্বালা
সবটুকু তার এবার ঈদে মিটুক।
এবার ঈদে ঘরবন্দীই থাকি
দু’হাত দিয়ে ঘর আগলে রাখি
সবার ঘরে একটি প্রদীপ জ্বেলে
সবাই মিলে হই না চাঁদের পাখি।
এবার ঈদে নতুন মানুষ আবার
সময় হলো নতুন করে ভাবার
ভুল করেও ফিরবো না ভুল পথে
বাঁক এলো ঐ পথে শুধরে যাবার।
Facebook Comments Sync