পদ্মা নদী / তূয়া নূর

পদ্মা নদী

পদ্মা নদী

পদ্মা নদী / তূয়া নূর

 

পদ্মা নদী উথাল পাতাল ঢেউ খেলে যায় মনে,

ইজেল জোড়া বিশাল ছবি কাঁপে চোখের কোণে। 

নদীর বুকে দখল নিয়ে ওই জেগেছে চর যে,

পদ্মা নদীর করাল থাবায় ভাঙ্গলো কত ঘর যে।

মাতাল করা ঢেউয়ের তালে নৌকাগুলো দোলে,

ঢেউ গুলো সব সাপের মতো বিশাল ফণা তোলে। 

বর্ষা এলেই মাতম ওঠে ওই যে বিশাল গাঙে,

করাল হাতের  ছোঁয়া দিয়ে নদীর কুল ভাঙে। 

মেঘকুমারী দেয় যে মেলে কৃষ্ণ বরণ কেশ,

যত দূরে তাকাও তুমি নেই যে সীমা, শেষ। 

ছিটি দিয়ে ধোঁয়া ছেড়ে লঞ্চ স্টিমার চলে,

বালুকণা, পলিমাটি জমে নদীর তলে। 

কিশোর ছেলে শক্ত হাতে ধরে রাখে হাল,

বাতাস পেয়ে ফেঁপে ওঠে রংবেরঙের পাল। 

এই যে দেখো রুদ্র নদী খানিক পরেই চুপ,

মায়া দিয়ে মুগ্ধ করে পদ্মা নদীর রূপ।