কুরবানী/ শাহান আরা জাকির পারুল
কুরবানী/ শাহান আরা জাকির পারুল
আজ আমাদের কুরবানী ভাই আজ আমাদের কুরবানি,
পোলাও মাংস রান্না হবে সবার ঘরে তাও জানি !
আছে যত অবিচার ,অন্যায় আর ঘৃণামাখা গ্লানি
ধুয়ে যাক মুছে যাক রক্তের বন্যায়, সত্যের পথে হোক এই শুভ কুরবানী !
আত্মিক বন্ধনে বাঁধা থাক
সকলের পুষ্পিত হৃদয়খানি,
প্রাণের সেরা যে প্রিয় পশুটি পুণ্যের ভাণ্ডারে হোক কুরবানী !
পাশবিক আচরণের মনের পশুটির সকলের আগে আজ দাও কুরবানী,
শেষ হোক জীবনের হিংস্র জীর্ণতা আছে যত পঙ্কিল গ্লানি !
রক্তের হোলিখেলায় পাপ তাপ চূর্ণ হোক, হয়ে যাক আত্মশুদ্ধি ,
মিত্রতা হয়ে যাক ধনী আর গরীবের শুভ হোক সকলের বুদ্ধি !
হিংসা ঝরে যাক,শুকিয়ে যাক জীবনের ক্ষত,
ত্যাগের মহিমায় বন্ধন দৃঢ় হোক, ঘুচে যাক জীর্ণতা যত !
ভোগে নয় ত্যাগে আজ ভরে যাক জীবনের গতি ,
পুণ্যের আলোকে হৃদয়ে জ্বলে যেন ভ্রাতৃত্বের মায়াবি জ্যোতি!!
Facebook Comments Sync