শাখী হত্যা – প্রণব মজুমদার

প্রণব মজুমদার

শীতের ঘন কুয়াশায়ও নির্মম বৃক্ষ
নিধন চলে
নুসরাত রাফির মতো জীবন্ত দগ্ধে
দ্রুম নাশ
মৃত শুকনো তরুর শাখা ও মূল
পোড়ানো যায়
পাদপের প্রাণ আছে, জীবন থাকে,
থাকে কষ্টও
বেমালুম ভুলে যাই আমরা মানব
প্রাণীকুল সব
আদিম সভ্যতা নয় প্রযুক্তি প্রভায়
জ্ঞানের ফল

আমাদের রক্তেই নিষ্ঠুরতা, লালন
করি হিংস্রতা
মানবতা পাঠ্য বইয়ে ছাপা অক্ষরে
বিলাপ করে!

%d bloggers like this: