সাদা কাফন / আবদুর রাজ্জাক

সাদা কাফন

সাদা কাফন

সাদা কাফন / আবদুর রাজ্জাক

তোমার যখন হবে মরণ

বন্ধ হবে চোখ,

তোমার নিথর দেহখানি দেখতে আসবে লোক।

সাদা কাফন খুলে সবে দেখবে তোমার মুখ,

আপনজনের চোখের জলে ভেসে যাবে বুক।

কেউ তোমায় বলবে না মানুষ বলবে মরা লাশ,

দাফন দিতে তোমার জন্য কাটবে ঝোপের বাঁশ।

তোমার প্রিয় মানুষগুলো দিবে না আর ঠাঁই,

সবাই এসে দাফন শেষে চলে যাবে ভাই।

আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক