সাজগোজ/ নন্দিতা আহমেদ

সাজগোজ

সাজগোজ

সাজগোজ/ নন্দিতা আহমেদ

 

আপনার ত্বকের সাথে লিপস্টিকের কোন রঙটি মানানসই

নারীদের সাজগোজের অন্যতম প্রধান জিনিসটি হচ্ছে লিপস্টিক। একটু কাজল ও লিপস্টিক লাগিয়েই অনেকে হালকা মেকআপ সেরে ফেলেন। কিন্তু মাঝে মাঝে সমস্যা হয়ে যায় ত্বকের সাথে মানানসই লিপস্টিকের রঙ না হলে। কারণ এতে করে ত্বকের উজ্জ্বলতা কমে যায় অনেকাংশেই। ত্বকের উজ্জ্বলতা এবং পুরো মুখটি ফ্রেশ দেখানোর জন্য ত্বকের সাথে মানানসই সঠিক রঙের লিপস্টিক বেছে নেয়া অনেক বেশি জরুরী। তাই আজ জেনে নিন আপনার ত্বকের সাথে লিপস্টিকের কোনো রঙটি মানানসই হবে।

টকটকে ফর্সা ত্বক

টকটকে ফর্সা ত্বকের ক্ষেত্রে সব চাইতে বেশি মানানসই হচ্ছে উজ্জ্বল রঙগুলো, যেমন উজ্জ্বল গোলাপি, কমলা এবং লাল। বিশেষ করে লাল এবং গোলাপি রঙের মধ্যে যত শেড রয়েছে তার মধ্যে উজ্জ্বল রঙগুলো এই ত্বকের সাথে অনেক বেশি মানানসই।

সাদাটে ফর্সা ত্বক

সাদাটে ফর্সা ত্বক এমনিতেই একটু বেশি উজ্জ্বল দেখায়। তাই এই টোনের ত্বকের সাথে একটু ন্যাচারাল রঙের লিপস্টিক বেশি মানানসই হবে। যেমন হালকা গোলাপি, ন্যুড রঙ, বাদামী এবং একটু ন্যাচারাল গোলাপি ধরনের রঙের লিপস্টিক বেছে নিন।

উজ্জ্বল শ্যামলা ত্বক

উজ্জ্বল শ্যামলা রঙটি বেশ ভালো, কারণ এই ত্বকের সাথে বেশীরভাগ লিপস্টিকের রঙ মানিয়ে যায়। উজ্জ্বল গোলাপি, হালকা শেডের গোলাপি, উজ্জ্বল লাল রঙ, কমলা, কোরাল বেশীরভাগ রঙের লিপস্টিকেই বেশ ভালো লাগে দেখতে।

শ্যামলা ত্বক

যাদের ত্বক একটু শ্যামলা তাদের ত্বকে খুব মানানসই মেরুন শেডের রঙগুলো। এছাড়াও উজ্জ্বল গোলাপি এবং ব্রাউন রঙের লিপস্টিকও বেশ মানিয়ে যায় এই ত্বকের টোনের সাথে।

লিপস্টিক বেছে নেয়ার সময় মাথায় রাখুন:

  • হাতের কবজিতে লাগিয়ে লিপস্টিকের রঙটিতে আপনাকে কেমন দেখাবে তা বুঝে নেয়ার চেষ্টা করুন।
  • গরমকালের জন্য ম্যাট লিপস্টিক বেছে নিন।
  • ত্বকের জন্য মানানসই নয় এমন গাঢ় রঙের লিপস্টিক একেবারেই লাগাবেন না।
  • অতিরিক্ত লিপগ্লস ব্যবহার করলে আপনার ত্বকের সাথে মানানসই রঙেও আপনাকে ভালো দেখাবে না। সুতরাং এই ব্যাপারে সাবধান।

গ্রীষ্মে ত্বকের যত্নে শসা

শসা খুবই গুণের একটি সবজি। যা কেবল খেতেই স্বাস্থ্যকর নয়, রূপচর্চায়ও অনন্য। বিশেষ করে গ্রীষ্মে ত্বকের যত্নে শসা খুবই উপকারী। এটি ত্বকের নানাবিধ জটিল সমস্যার সহজ সমাধান।

শসায় রয়েছে প্রাকৃতিক কুলিং পাওয়ার, যা শরীর ও ত্বক ঠাণ্ডা রাখে। এছাড়া শসা থেকে ভিটামিন এ, বি১, সি, পটাসিয়াম, বায়োটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। এটি খেলে শরীরের যেমন পূরণ হয় পানির চাহিদা, তেমনি ত্বক থাকে উজ্জ্বল ও সুন্দর।

রূপচর্চায় শসার ব্যবহার সম্পর্কে বিস্তারিত-

ত্বক টানটান রাখতে: শসা পাতলা পেস্ট করে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে বলিরেখাহীন।

ব্রণ দূর করতে: শসা, অ্যালোভেরা জেল, শসার রস ও টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

রোদে পোড়া দাগ দূর করতে: শসার রস, লেবুর রস ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ত্বকে স্প্রে করুন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।

চোখের ক্লান্তি দূর করতে: ক্লান্ত ও ফুলে যাওয়া চোখের জন্য ফ্রিজে রাখা ঠাণ্ডা শসার স্লাইস ব্যবহার করতে পারেন। চোখের উপর ১০ মিনিট দিয়ে রাখুন শসার স্লাইস। শসা, অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নারকেল তেল মিসিয়ে ফ্রিজে রেখে বরফ জমিয়ে নিন। আইস কিউব চোখের আশেপাশে বুলিয়ে নিন। দূর হবে ডার্ক সার্কেল।

উজ্জ্বল ত্বকের জন্য: শসার রসের সঙ্গে কফি গুঁড়া ও মধু মিশিয়ে ত্বকে লাগান। আধা ঘণ্টা পর ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। পানি দিয়ে ধুয়ে নিন। ত্বক হবে উজ্জ্বল ও কোমল। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই প্যাক।

শুষ্ক ত্বকের যত্নে: অর্ধেকটি শসা কেটে পেস্ট বানিয়ে নিন। এক টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। দূর হবে ত্বকের রুক্ষতা।

মেকআপ করার সময় এই ভুলগুলো যেন না হয় 

১. ভুল ফাউন্ডেশন ব্যবহার করাটা একটা সাধারণ ভুল. মোটামুটি কমবেশি সবাই এটা করে ফেলে. আসলে ফাউন্ডেশন যেমন আপনার লুককে তাকে লাগিয়ে দিতে পারে, সেরকমই আপনার গোটা সাজটাই নষ্ট করে দিতে পারে. সঠিক ফাউন্ডেশন বছর জন্য কেনার আগে মুখের সাইডে লাগিয়ে দেখুন, যদি ফাউন্ডেশন আপনার স্কিনের সাথে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, তাহলে সেটাই আপনার জন্য সঠিক শেড।

২. আই শ্যাডো আর লিপস্টিকের একরকম রং আপনার গোটা মেকআপ নষ্ট করার জন্য যথেষ্ট. যদি আপনি চোখে ডার্ক শেড ব্যবহার করেন, তাহলে ঠোঁটে হালকা রং লাগান. স্মোকি-আইস করার সময় ন্যুড বা পিচ রঙের লিপস্টিক ব্যবহার করুন।

৩.  ঠোঁটে সরাসরি কখনো লিপস্টিক লাগাবেন না. এতে আপনার ঠোঁট শুধু শুষ্কই হয়না, ফাটতেও আরম্ভ করে. লিপস্টিক লাগানোর সময় সবসময় আগে ভ্যাসলিন লাগিয়ে নিন এরপর লিপলাইনার দিয়ে ঠোঁটের সাপের সাথে মিলিয়ে আউটলাইন করে নিন। এবার লিপস্টিক লাগান।

নন্দিতা আহমেদ
নন্দিতা আহমেদ
%d bloggers like this: