শূন্যতা ও পূর্ণতা/ জাকির আবু জাফর 

শূন্যতা ও পূর্ণতা/ জাকির আবু জাফর

শূন্যতা ও পূর্ণতা/ জাকির আবু জাফর 

 

শূন্যতা দেখে জিজ্ঞাসা জাগে পরিপূর্ণতা কি

সমুদ্র বলে পরিপূর্ণতা হৃদয়েই রেখেছি।

শূন্যতা থাকে শূন্যের কোলে পরিপূর্ণতা কার!

শূন্যতা বলে পরিপূর্ণতা হৃদয়ের কারবার।

 

হৃদয়ের কাছে হৃদয়ের দেনা মনের অধরে মন

শূন্যের বুকে মহা শূন্যের বিস্ময় বন্ধন!

হৃদয়ে যখন শূন্যতা থাকে জীবন থাকে না ভরা

জীবন গহীনে হাহাকার জাগে শূন্য পরম্পরা। 

 

হৃদয়  যখন শূন্য শূন্য জীবন শূন্য হয়

জীবনের কাছে জীবনের ঘটে নিদারুণ পরাজয়!

পরাজয় থেকে আবার যখন বিজয়ের দিকে ছোটে

শূন্য থেকেই পরিপূর্ণতা হৃদয় বাগানে ফোটে। 

 

হৃদয়ের কাছে হৃদয় যেতো না মনের কাছেও মন

যদি না থাকতো হৃদয়ের পাশে শূন্যের আয়োজন। 

শূন্যতা যদি না- ই থাকতো পূর্ণ হতো না কিছু 

মরুর পাঁজরে ঝর্ণা এবং আকাশ হতো না নিচু।

 

শূন্যতা যদি না ই থাকতো পাহাড় চূড়া কি হতো 

আকাশের বুকে মেঘের মিছিল ছুটতো কি অবিরত!

শূন্যতা বেয়ে কি বিশাল দেখো অন্ধকারের রূপ 

তারকার চোখে জ্যোতির জলসা চিরকাল নিশ্চুপ।

 

বুকের ভেতর শূন্যতা থাকে শূন্য মনের কূল

শূন্যতা থেকে ফোটায় হৃদয় প্রেমের গোলাপ ফুল!

জাকির আবু জাফর
জাকির আবু জাফর