সবার জন্য বসন্ত – অনন্যা খান

সবার জন্য বসন্ত - অনন্যা খান

সবার জন্য বসন্ত

 

‘আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে;

মনে পড়ে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে’

ঋতুরাজ বসন্তের প্রথম দিনে বসন্ত এসে গেলো,

বুকে নিয়ে শিমুল,পলাশ আর কৃষ্ণচূড়া।

বুকে এতো রক্তিম লাল ছিল বলেই বুঝি- একুশ,স্বাধীনতা বসন্তের অর্জন!! আমি ফাল্গুনের বার্তাবাহক-

কারণ জন্ম আমার জারুল ফোটার কালে,

বসন্তের ঝাঁপি খুলে- আসুক পুষ্প-প্লাবন, সবার অন্তরে প্রাণে।

এই ফাল্গুন তবু আমার হবে না ।

কৃষ্ণচূড়ার শাখা যে রক্তে ভেজে,

পুষ্টিহীন শিশুর কান্নার মতো যে কোকিলের গান,

যে করুণ শূন্যতা ভেসে আসে দক্ষিনা বাতাসে,

আমি সেই মুমূর্ষু পৃথিবীকে বুকে নিয়ে আছি-

এই ফাল্গুন আজ আমার হবে না।

সবার জন্য হউক সুন্দর আর শান্তিময়,

দিনব্যাপী কাটুক আনন্দময়।

%d bloggers like this: