স্মৃতিতে বৈশাখ/ আফরোজা পারভীন

স্মৃতিতে বৈশাখ/ আফরোজা পারভীন

আফরোজা পারভীনের বৈশাখের কবিতা

স্মৃতিতে  বৈশাখ

 

সেদিন চারুকাকার দোকান 

ঝলমল করে উঠেছিল 

কাগজের ঝালর, ফুল আর বেলুনে। 

 

বাবাকে শুধিয়েছিলাম

বাবা, চারুকাকার দোকানটা 

অমন সেজেছে কেন? 

 

বাবা হেসে বলেছিলেন, 

আজ যে নববর্ষ , হালখাতা মা, 

চারুর দোকানে আজ আমাদের নেমন্তন্ন। 

 

নববর্ষ, হালখাতা, সেসব আবার কী?

 সে যাইই হোক 

 নেমন্তন্নটাই আসল কথা!

 

ফুলতোলা ফ্রক, পাতাকাটা বেণী 

কুমকুমের টিপ আর কাজলের 

টানে সাজ যেন ফুরোয়ই না। 

 

মা বলেছিলেন, 

অমন করে সাজিসনে মা, 

বাচ্চাদের অত সাজতে নেই 

বাচ্চারা দেবশিশু, এমনিতেই সুন্দর!

 

 হেসেছিলাম, 

খলবলিয়ে বলেছিলাম 

আজ সাজতে মানা নেই মা  

আজ যে নববর্ষ, হালখাতা 

চারুকাকার দোকানে নেমন্তন্ন!

 

রসে ভেজা রসগোল্লা, ছানার 

জিলিপি আর পাতা মোড়া 

সন্দেশে পরিতৃপ্ত আমি 

ছিলাম বড়ই প্রসন্ন। 

বাবার চোখে ছিল প্রশ্রয় 

চারুকাকার দৃষ্টিতে  মমতা। 

 

ফি বছর রমনায় যাই 

পান্থা ইলিশ, মাটির সানকি 

মুড়ি মুড়কি , আলু সিম 

ভর্তা, মঙ্গল শোভাযাত্রা 

মনে করায় নববর্ষ এসেছে। 

 

বটমূল  থেকে ভেসে আসে 

 বৈশাখের আগমনী 

এসো হে  বৈশাখ, এসো , এসো

 কালবৈশাখী জানান দেয় 

গুরু গুরু ধ্বনি তুলে 

আমি আসছি, আসি বারবার। 

 

আমার চেতনার অলিতে গলিতে 

  ভেসে আসে ডাক 

হৃৎমাঝারে পড়ে টান 

চারুকাকার দোকানের ঝালর 

দোলে বাতাসে 

স্মৃতিতে ফিরে যাই, 

ফিরে যাই শৈশবে।

আফরোজা পারভীন
আফরোজা পারভীন