উপেক্ষা / জুনা 

উপেক্ষা / জুনা 

উপেক্ষা / জুনা 

উপেক্ষা / জুনা 

 

উপেক্ষা মন ছুঁলে পর  

শরীরের ভেতর গ্রীষ্মের দুপুর ঢুকে পড়ে 

জ্বালিয়ে পুড়িয়ে মারে 

ভয়ংকর অস্থিরতা আর ভালো লাগে না ‘

 

ছট ফট করতে করতে নদ হয়ে যায়  

বালি আর বালি চারদিক হাহাকার

কোথাও জল নেই এক ফোঁটা বৃষ্টি নেই 

বোকা বোকা নদ  দিশেহারা;

 

পরাজিত প্রেমিক হয়ে যায় হারানো নদ 

আর প্রেমিকা সে তো নদী—-!

জুনা
জুনা
%d bloggers like this: