ভিক্টোরিয়া / রিবন রায়হান

ভিক্টোরিয়া রিবন রায়হান

ভিক্টোরিয়া রিবন রায়হান

ভিক্টোরিয়া / রিবন রায়হান

ভিক্টোরিয়াকে আর কতটুকু জানি

মেলবোর্ন তো ছিল অস্ট্রেলিয়ার রাজধানী।

 

ভিক্টোরিয়া নামকরণ করা হয়েছিল মহরানী ভিক্টোরিয়ার নামে। সেপারেটেড ক্রাউন কলোনি হিসেবে ভিক্টোরিয়া যাত্রা শুরু করে ১৮৫১ সালে। ক্যানবেরার আগে মেলবোর্ন অস্ট্রেলিয়ার রাজধানী ছিল। অস্ট্রেলিয়ার অন্যতম রাজ্য ভিক্টোরিয়াকে নিয়ে রিবন রায়হানের লেখা।

————————————  

গার্ডেন সিটি ভিক্টোরিয়া

আমিতো অবাক সেখানে গিয়া।

’পিংক কমন হিথ’ ফ্লাওয়ার দেখি

’হেলমেটেড হানি ইটার’ বার্ড একি

খুলেছে তার আঁখি

করছে ডাকাডাকি!

মুরে নদী, কুরে আদিবাসী

টুয়েলভ অ্যাপোসলস্‌ আছে পাশাপাশি। 

ফিলিপ আইল্যান্ড থেকে দূরে

বেনডিগো বালারাত ঘুরে

চলে যায় পুরনো শহর কিলমোর

যখন পৌঁছায় তখন ভোর।

চলতেই থাকি জিলং সিটিতে সন্ধ্যা হয়

কার্রলটন গার্ডেনস্‌, সেন্ট কিল্ডাও আমার লিস্টে রয়।

 

সব ঘুরে দেখা সম্ভব নাকি?

কতকিছু দেখা রয়ে গেল বাকি

সবকিছু স্মৃতির ভান্ডারে জমা রাখি

গ্রেট ওশান রোডটা ধরে হাঁটতে থাকি।

রিবন রায়হান
রিবন রায়হান
%d bloggers like this: