করোনা করেনা করুণা/ জাফরুল আহসান

করোনা করেনা করুণা

করোনা করেনা করুণা

করোনা করেনা করুণা/ জাফরুল আহসান

 

করোনা সে যে আহা করেনি করুণা

মিনতি করে যতোই  বলি ‘ থামো না ’;

‘ করোনার যে থামতে মানা বোঝ না ? ’ 

বিশ্বগ্রাসী মরণব্যধি করোনা।

 

মৃত্যুপুরিতে তুমি যে রাজাধিরাজ,

করোনা তুমি অশুচি, তুমি নটরাজ।

শবযাত্রায় ধনি গরিব মানোনি

ধর্ম-বর্ণ আহা ক্ষমা তো করোনি।

 

মরার মিছিল ঠেকাতে হবে যে তাই

হাত তিনেক জায়গা ছেড়ে দাঁড়াই।

সাবানজলে দুহাত ধুয়ে বারবার

হাঁচি ও কাশি টিস্যুতে ঢাকি এবার।

 

আতঙ্কে নয় এভাবে করি প্রতিরোধ

ঘরে থাকবো, এ নয় কোনো অবরোধ।

করোনা শেষ করতে আর নয় ভয়

লড়াকু মানুষ; ভয়কে মানুষ করবে জয়।