খারাপ মেয়েকে বিয়ে করবে!

মটকু ভাই, কৌতুক

মটকু ভাই

 

উঁচুগলায় কথা

মটকু ভাইয়ের স্ত্রী  মটকু ভাইকে বলছে, কাল মা আসবে বেড়াতে।

নীরবতা।

মাত্র দুই সপ্তার জন্য।

নীরবতা।

তুমি শুনছ, কী বললাম?

নীরবতা।

আমি ঠিকই জানতাম, তুমি রেগে যাবে।

দীর্ঘশ্বাস!

খবরদার, উঁচুগলায় কথা বলবে না আমার সঙ্গে!

 

নিষেধ করছো না কেন

মটকু ভাইয়ের স্ত্রী মটকু ভাইকে বলছে,

: শোনো, তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে ওই মেয়ে কিন্তু অতোটাা ভালো নয়।

: এতে আমার সমস্যাটা কী?

: আরে, জেনেশুনে তোমার বন্ধু খারাপ মেয়েকে বিয়ে করবে! তুমি তাকে নিষেধ করছো না কেন?

: আমি কেন তাকে নিষেধ করবো! আমি যখন বিয়ে করি তখন তো সে আমাকে নিষেধ করে নি।

 

সাধু হতে যাচ্ছি

ঘরের ভেতর মটকু  ভাই ও তার স্ত্রী কথা বলছে। স্ত্রী ধীরে ধীরে বলল,

: অ্যাই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।

কথাটা শুনেই মটকু ভাই ঘর থেকে বের হয়ে এক ছুট। স্ত্রী খপ করে মটকু  ভাইয়ের হাত ধরে বলল,

: তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও।

: না ছাড়ো আমাকে।

: কিন্তু কোথাও যাও সেটা তো বলে যাও।

: ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি।