মশা কয় প্রকার?

মটকু ভাই কৌতুক রক্তবীজ ডেস্ক

মশা কয় প্রকার?

 

মটকু ভাই তখন ছাত্র। একদিন ক্লাসে মটকু ভাইকে শিক্ষক জিজ্ঞেস করল- : বলোতো মশা কয় প্রকার?

ছাত্র : মশা আট প্রকার।

শিক্ষক : মশা আবার আট প্রকার হয় কিভাবে ?

মটকু ভাই বলল.

১ যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে।

২ যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে।

৩ যে মশা নাকের ভেতর ঢুকে কামড়ায় তাকে নমরুদী মশা বলে।

৪ যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগসন্ধানী মশা বলে।

৫ যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে।

৬ যে মশাকে থাপ্পড় দিলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট মশা বলে।

৭ যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে।

৮ যে মশা মশারির ভেতর ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে

 

 

পিপড়ার আড্ডা

 

মটকু ভাই পিঁপড়া সম্বন্ধে খুব ইন্টারেস্টেড। একদিন তিনটি ক্ষুদে পিঁপড়ের কথাবার্তা শুনছিলেন তিনি। পিঁপড়েরা একসাথে বসে ভালোই আড্ডা দিচ্ছে। এমন সময়ে পিপড়েদের পাশ দিয়ে একটি হাতি যাচ্ছিল.।.হাতিকে দেখে পিপড়েরা বলে উঠল…

 

১ম পিপড়া : আজকে ওরে মাইরাই ফালামু। ও বেটা আমাদের আড্ডায় ডির্স্টাব করছে।

২য় পিপড়া : চল ওর ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরায় দিয়া আসি।

৩য় পিপড়া : না থাক। ওরে মাফ কইরা দে। আমরা তো তিনজন আর ও তো একা..

মটকু ভাই ভাবছে…কি আজব দুনিয়া ল্যাংড়াও দেখি পা ছাড়া লাথি মারে!