সম্পাদকীয়
সম্পাদকীয়
রক্তবীজের লেখক পাঠক শুভানুধ্যায়ীদের একটা সুসংবাদ জানাতে চাই। আনন্দিত চিত্তে জানাতে চাই যে, ফিরে এসেছে আপনাদের অতি প্রিয় ‘রক্তবীজ ওয়েব পোর্টাল।’ দীর্ঘ দুই মাস অন্তরালে থাকার পর রক্তবীজ পরিবারের অন্তহীন চেষ্টা আর আপনাদের নিরবচ্ছিন্ন ভালবাসায় পুনরুজ্জীবন ঘটেছে রক্তবীজের।
রক্তবীজের এই অন্তরালে চলে যাওয়া কোন আকস্মিক ঘটনা নয়। পরিকল্পনামাফিক রক্তবীজকে শেষ করে দেবার চেষ্টা চালায় কে বা কারা। পোর্টালটির জনপ্রিয়তা ও ভিউয়ার সংখ্যা আশাতীতভাবে বেড়ে গিয়েছিল। রক্তবীজের দুই বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয় গত জানুয়ারি মাসে সম্পাদকের বাসায়। বেশ কিছু ভিডিওসহ অনেকগুলি স্টাটাস যায় ফেসবুকে। এরপর থেকেই পোর্টালে সমস্যা দেখা দিতে থাকে। এক সময় পুরোপুরিই বন্ধ হয়ে যায়।‘ রক্তবীজ’ নামে কোন পোর্টালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বুঝতে পারি কে বা কারা রক্তবীজের জনপ্রিয়তায় অথবা ক্রমপ্রসারমানতায় কিংবা আপনাদের অবিচ্ছিন্ন সহযোগিতায় ঈর্ষান্বিত হয়ে রক্তবীজ হ্যাক করেছে। নিশ্চিহ্ন করে ফেলেছে রক্তবীজ নামের অনেক মানুষের অনেক ভালোবাসা জড়ানো পোর্টালটি। হারিয়ে যায় আপনাদের লেখা ১৬০০ পোস্ট। মুছে যায় ২০০ লেখকের নাম ধাম ছবি ।
কিন্তু ‘রক্তবীজ’ মহাভারতের সেই দানব, সংহার করতে চাইলে যার প্রতি ফোটা রক্ত থেকে জন্ম নেয় অসংখ্য রক্তবীজ, অসংখ্য দানব। আমার কাছে এ বীজ সত্য সুন্দর আর শুভর। এ বীজ শক্তির। তাই রক্তবীজকে পরাজিত করা যায়নি । যত বার সংহার করতে চেষ্টা হবে ততবারই নতুনভাবে আরো জোরালোরূপে ফিরে আসবে রক্তবীজ অপরিমেয় শক্তি আর সাহস নিয়ে, এ অঙ্গিকার আজ আপনাদের কাছে রাখছি।
আমাদের ঐকান্তিক চেষ্টায় ফিরে এসেছে রক্তবীজের ১৬০০ পোস্ট । নাম ধামসহ ২০০ লেখকের অবয়ব। নবরূপে ফিরে পেয়েছি পুরোনো রক্তবীজকে
এ ঘটনা আমাদের আত্মবিশ্বাস আর সাহস চর্তুর্গূণ বাড়িয়ে দিয়েছে। আমাদের কোন জনবল নেই, কোন বিজ্ঞাপন নেই, নেই কোন অর্থের সংস্থান। অন্তহীন প্রচেষ্টা আর আপনাদের আন্তরিকতায় দু বছরের অধিককাল ধরে রেখেছি রক্তবীজ। আপনাদের অনুপ্রেরণা আর লেখাই আমার শক্তি, আমার সাহস, এগিয়ে যাবার প্রেরণা।
‘রক্তবীজ’ নামটি আমার প্রয়াত স্বামী লতিফুর রহমানের দেয়া। তিনি আজ নেই,সে কথা কখনই আমার মনে থাকেনা। কোথা থেকে যেন তিনি আমাকে সর্বদা সাহস জোগান। সাথে আছে আমার ছেলে পান্থ রহমান আর মেয়ে নাবিলা পারিজাত। এটাই আমাদের তিনজনের টিম। আর আছেন আমার কয়েকজন অকৃত্রিম বন্ধু । তাদের সহযোগিতা আমি আমরণ চাই।
আজ এই শুভক্ষণে আপনাদের জানাতে চাই , রক্তবীজ ওয়েবের পক্ষ থেকে প্রতিবছর দেয়া হবে ‘রক্তবীজ সাহিত্য পুরস্কার’। বছরে রক্তবীজের একটি করে প্রিন্টেট ভার্সন প্রকাশিত হবে । আর দু মাস অন্তর একবার করে অনুষ্ঠিত হবে রক্তবীজের মাসিক আড্ডা।
রক্তবীজের নিয়মিত লেখক জনাব শরীফ শেখ, অঙ্কনা জাহান, অনুপা দেওয়ানজী, ফিরোজ শ্রাবন, নাসরীন মুস্তাফা , মাহমুদ হাফিজসহ সকল লেখক পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের অবারিত সহযোগিতা আমরা চাই। আমরা আরো চাই, নতুন নতুন লেখকের সৃষ্টিশীল লেখায় ভরে উঠূক রক্তবীজের দেহবল্লরী।
রক্তবীজ একটি খোলা প্লাটফর্ম। অকপটে লিখুন আপনার মনের কথাগুলো। রক্তবীজ পড়ুন, রক্তবীজে লিখুন, রক্তবীজের পাশে থাকুন।
Facebook Comments Sync