সম্পাদকীয়
শুভেচ্ছা জানবেন। রক্তবীজ ওয়েব পোর্টাল প্রকাশিত হবার পর অনেকেই প্রশংসা করেছেন, পরামর্শ দিয়েছেন। কিছু লেখা পাঠক সাদরে গ্রহণ করেছেন। খুবই উৎসাহিত বোধ করেছি। লেখকেরাও অনুপ্রাণিত হয়েছেন। আবার কেউ কেউ কিছু কিছু সমালোচনাও করেছেন। প্রশংসা আর সমালোচনা দুটোই আমরা সাদরে গ্রহণ করেছি। নিরন্তর সমালোচনার মধ্য দিয়ে যাওয়াই মানুষের কাম্য হওয়া উচিৎ । কারণ সমালোচনাই ভাল কাজের বীজমন্ত্র। ক্রমাগত শুদ্ধি আর সিঁড়ি অতিক্রমের মাধ্যমেই একজন মানুষ, একটি প্রতিষ্ঠান বা একটি ওয়েব পাঠকের কাছাকাছি পৌঁছাতে পারে। তাদের মনে জায়গা করে নিতে পারে। সে চেষ্টা আমাদের সবসময়ই থাকবে।
সারাদেশে জাঁকিয়ে শীত পড়েছে । রাজধানীতে বসে আমরা প্রকোপটা হয়ত ততটা বুঝতে পারছি না। আমরা শীতের নয়নজুড়ানো ফুল আর পাতার বাহার দেখছি, পিঠে পুলি খাচ্ছি, উৎসব অনুষ্ঠান উপভোগ করছি । কিন্তু দেশের প্রত্যন্ত অ লের মানুষ, বিশেষ করে উত্তর জনপদের দারিদ্রক্লিষ্ট মানুষ নিশ্চয়ই শীতার্ত। আমাদের উচিৎ হবে সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানো।
এই জানুয়ারি মাসে জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছির। আজ থেকে ৪৫ বছর আগের ১০ জানয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। সেই বঙ্গবন্ধু, যাঁর ডাকে সাড়া দিয়ে জাতি একতাবদ্ধ হয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল মরণপণ যুদ্ধে।
প্রতিবারের মতো এবারও দিনটিকে স্মরণ করে আয়োজন করা হয়েছে ধরনের অনুষ্ঠানের। সে অনুষ্ঠানগুলিতে জনতার বাঁধভাঙা জোয়ার, তাদের আবেগ আর উচ্ছ্বাস আমাকে আবারো বুঝিয়ে দিয়েছে মহান নেতা কত বড় নেতা, সবার বুক জুড়ে থাকা নেতা।
এই সংখ্যায় জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন আর সেই সব শীতার্ত মানুষের কথা মনে করে রাখা হয়েছে দুটি কবিতা। আছে আইনস্টাইনের জীবন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ লেখাসহ আরো অনেক কিছু ।
রক্তবীজ পড়ুন। লিখুন । সাথে থাকুন।
Facebook Comments Sync