১৫ই আগস্ট/ নুরুন্নাহার

১৫ই আগস্ট

১৫ই আগস্ট

১৫ই আগস্ট/ নুরুন্নাহার 

 

হে শতবর্ষী মহান নেতা 

তোমার হৃৎপিণ্ড আজ ক্ষত-বিক্ষত, দগ্ধ! 

তোমার হৃদয়ে রক্ত জবার মিছিল। 

ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি,

ভোর রাত, ১৫ই আগষ্ট, রাজধানী ঢাকা। 

তোমার হৃদপিণ্ডের রক্তে পিছল, 

৩২ নম্বর বাড়ির মেঝে, সিঁড়ি। 

বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টাকে

বাঙালির জাতির পিতাকে

মহা নায়ককে হত্যা করল

ক্ষমতা লোভী নরপিশাচ কুচক্রী মহল। 

সূচনা হল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ের। 

 

শ্যামল বাংলার বুকে সোনা ফলানোর

যে প্রত্যয় ছিল  তোমার 

মুক্ত স্বদেশে লাল সবুজের যে পতাকা

তুমি বাঙালিকে দিয়েছ,

যে ইতিহাস সুষমা ছড়ানোর কথা ছিল,

যে হৃদয় সুনিবিড় আলিঙ্গনে 

ভালোবাসা ছড়ায় হৃদয়  থেকে হৃদয়ে,

পিপাসু ঘাতকের ঘৃণ্য ষড়যন্ত্রে 

গিরিশৃঙ্গ হিমালয়  থেকে প্রবাহিত হয় 

রক্ত প্রপাত। 

এখনও শরৎ আসে বাংলার আকাশে 

শিউলি ফুল  সুবাস ছড়ায়,

শুধু তুমি নেই বঙ্গবন্ধু! 

 

তোমার হৃৎপিণ্ড আজও সুগন্ধ ছড়ায় 

তোমার সবুজ শ্যামল বাংলায়। 

পাখি গায় শোক গান 

বাতাসে শোকের আবহ 

শরতের নীল আকাশ

বেদনায় হয় আরও নীল।

শুধু তুমি নেই বলে বঙ্গবন্ধু

চারিদিকে শোকের মিছিল 

পতাকা ব্যানারে সজ্জিত হয় চারিদিক, 

তোমার সন্তানের দুচোখের পাতা 

উষ্ণ জলে ভিজে 

ছল ছল চোখে তোমাকেই খোঁজে 

হে বঙ্গবন্ধু।

নুরুন্নাহার
নুরুন্নাহার
%d bloggers like this: