বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী  সম্পর্কে কিছু তথ্য – রক্তবীজ ডেস্ক

বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী  সম্পর্কে কিছু তথ্য - রক্তবীজ ডেস্ক

বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী  সম্পর্কে কিছু তথ্য

১। অসমাপ্ত আত্মজীবনী এর প্রকাশকাল কত– ২০১২ সাল

২।. অসমাপ্ত আত্মজীবনী ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত হয়।

৩।. অসমাপ্ত আত্মজীবনী- এর লেখক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪।.- ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা খুঁজে পান। মূল্যবান ওই খাতাগুলোই বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিসেবে প্রকাশিত হয়। এগুলো বঙ্গবন্ধু ১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেন নি।

৫.. অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধুর – চীন, ভারত ও পশ্চিম পাকিস্তান ভ্রমণের কথা বর্ণনা করা হয়েছে?

৬. অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় – ১২ টি ভাষায়

৭. অসমাপ্ত আত্মজীবনী অনূদিত হয় – ১১ টি ভাষায়

৮. অসমাপ্ত আত্মজীবনী ইংরেজিতে অনুবাদ করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ফকরুল আলম।

৯. অসমাপ্ত আত্মজীবনী  ইংরেজি, জাপানি, চীনা,  আরবি, ফারসিা. হিন্দী, তুর্কি, স্প্যানিশ, অসমীয়া ভাষায় অনূদিত হয়েছে।.

১০. অসমাপ্ত আত্মজীবনী আরবি ভাষায় প্রকাশ করেছে  ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

১১. অসমাপ্ত আত্মজীবনী বইয়ের সম্পাদক বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান।

১২. অসমাপ্ত আত্মজীবনী’র প্রচ্ছদ  এঁকেছেন সমর মজুমদার।

১৩. অসমাপ্ত আত্মজীবনী’র ভূমিকা  লিখেছেন শেখ হাসিনা ওয়াজেদ।

১৪.২০০৭ সালে কারাবাসের সময় সাব জেল, শেরে বাংলা নগর, ঢাকায় বসে তিনি অসমাপ্ত আত্মজীবনী’র ভূমিকা  লেখেন।-

১৫. অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু  কাউকেই উৎসর্গ করে যাওয়ার সুযোগ পান নি।

১৬. ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ে ১৯৫৫ সাল পর্যন্ত আত্মজীবনী লিখা আছে।

১৭. বইয়ের প্রস্তুতিতে কারা অবদান রাখেন শেখ হাসিনা, শেখ রেহানা, বেবী মওদুদ , আব্দুর রহমান ও মনিরুন নেছা নিনু।

১৮- খাতাগুলোয় জেলারের অনুমোদনের স্বাক্ষর ও তারিখ দেখে অসমাপ্ত আত্মজীবনী বইটি লেখার স্থান ও সময়কাল জানা যায়।