ফাগুনের রাতি – মোহাম্মদ বশির খন্দকার
আমি যেখানে থাকি
যে ভাবে থাকি,
বেঁচে থাকবো যতো দূরে ,
তোমার বসতি আমার
অন্তর জুড়ে !
তাই তো দিবারাতি শুধু
তোমায় মনে পড়ে।
আজি তোমারি লাগি
ফাগুনের সারা রাতি জাগি ,
এই হৃদয় আমার আজি
পুলকে দুলিয়া উঠিয়েছে
আবার বাজি ।
আর কতোদিন কালো মেঘের
মাঝে রাখবে তোমায় ডেকে ,
তোমায় রেখেছি সংগোপনে
আমার মনের মাঝে হাজার
বছর থেকে।
কতো কালের সাথী তুমি
সকাল বিকাল দিবা নিশি
তোমার চরণ ধ্বনি আমার
কর্ণে বাজে ,
সদাই জ্বলছে তোমার প্রেমের
বাতি আমার হৃদয়ের মাঝে !
কবে তুমি পালকিতে চড়ে আমার
ঘরে আসবে তুমি নববধূ সাজে ।
আজি ফাগুনের মধ্য রাতে
বিণাখানি তোমার হাতে,
শ্রবণ ধারা অন্ধকারে মেঘের
ডাক পিছু রেখে !
একবার এসোনা প্রিয়ে আমার
পাশে ।
আপন মনে খ্যাপার মতো
সকল সুরে গাইব গান আমার
দুজন এক সাথে ।
Facebook Comments Sync