করোনায় আনন্দ / অনুপা দেওয়ানজী
করোনায় আনন্দ / অনুপা দেওয়ানজী
লকডাউনে হচ্ছে কি ঘুম? কাজকম্ম সব কাবার
করোনা ঠিক মারছে উঁকি সবার ঘরে হাজার বার
সাবান দিয়ে ধুচ্ছে কি লোক? হাত বা কাপড়, জামা জুতো?
মুছছে কি ঘর,চেয়ার টেবিল? পায়না খুঁজে একটু খুঁতও।
সাতসকালে খাচ্ছে কিনা গরম গরম লেবুর জল?
সেঁকছে কি রোদ? যায় দেখে রোজ খাচ্ছে কি ডিম? মাছ,ভাত, ফল?
বাড়ি থেকে লোক কি বেরোয়?পেছন পেছন ঢুঁ মারে। মারতে হলে ওদের দেহেই ডুব দেয়া চাই টুপ করে
এমনিধারা কদিন গেলে হঠাৎ করে কী-হল!
লকডাউনের মানুষগুলো শুন্য হাতে বেরিয়ে এলো।
রাস্তাঘাটে মুখ বেঁধে সব ছুটছে দেদার ভিড় করে
আহ্লাদেতে করোনাও তাদের মাঝে ঝাঁপিয়ে পড়ে।
Facebook Comments Sync