লিমেরিক/ শাহনাজ পারভীন
শাহনাজ পারভীন এর দশটি লিমেরিক
লিমেরিক/ শাহনাজ পারভীন
(১)
প্রায় প্রতিটি শতাব্দীতেই পৃথিবীতে মহামারি আসে
লকডাউন, শাটডাউন, কোয়ারান্টাইনে জীবন ভাসে।
রোগ, শোক, দুঃখ দলে
ক্ষুধা, মৃত্যূ পলে পলে
অতঃপর সব শেষে নতুন জন্ম বেশে জীবন হাসে।
(২)
করোনার করালেতে সবকিছু বন্ধ–
লেখা নেই পড়া নেই মনে শুধু দ্বন্দ্ব।
মোবাইল, ফেসবুকে
দিন-রাত, সুখে, দুখে
ঘরে বসে কেটে যায়; আহা কি আনন্দ!
(৩)
স্কুলে করোনা, কলেজেও মাতে–
পথ, ঘাট, হাটে, মাঠে নেই কিছু তাতে!
স্কুলে ক্লাস নাই,
পরীক্ষার চাষ নাই
ল্যাপটপ, মোবাইলে খেলি দিন রাতে।
(৪)
করোনার ঘোলাজলে মাছ মারে রোজ
পুঁজিবাদী খেলা চলে রাখো কোনো খোঁজ?
স্কুলে করোনা ও শিক্ষার খাতে
সব কিছু বন্ধ করোনার ঘাতে
হাসপাতাল, চিকিৎসায়ও করোনার ডোজ।
(৫)
করোনার করালে ক্লাস নেই কোনো
এই খোলে! বন্ধ? মন দোনোমোনো
অনলাইন ক্লাসগুলো
ডিজিটাল! এলোমেলো
এসাইনমেন্ট, সাবমিট ডেট গুলো গোনো।
(৬)
স্ত্রী আরেক ঘরে স্বামী আর ঘরে
করোনায় মন পোড়ে আনচান করে
ফিরে চায় ঘুরে শোয়
মনে পড়ে পোয় পোয়
দুই ঘরে আছে যেন শতাব্দী ধরে!
(৭)
হায় হায় করোনা দিস কেন যাতনা?
ফিরে চায় বলে যায় শোন কথা কত না!
সে তো আজ এক ঘরে
সব কথা ঝরে পড়ে
কতকাল পাশাপাশি ঘেঁষাঘেঁষি বসা না!
(৮)
মাঝরাতে মাঝে মাঝে সে আসে স্বপনে
ঘুমচোখে চোখ খুলি ঘুম ঘুম কাঁপনে
ঘুমঘোরে সে আসে
চুপি চুপি বসে পাশে
কিন্তু আসি নি সে, মনে পড়ে যতনে।
(৯)
করোনার কষাঘাতে পৃথিবীটা দুলছে
ঘরে ঘরে ভালোবাসা দিনগুলো ভুলছে
শুধু ভাবি বেঁচে থাকি
যতনে যতনে রাখি
দিন শেষে অভিমানী আশা চোখ খুলছে।
(১০)
একদিন দূর হবে করোনার কষাঘাত
ভুলে যাবে মানুষেরা সব ঘাত প্রতিঘাত
ভুলে যাবে দিনগুলো
অসহায় রাতগুলো
একাকার ছিল নিয়ে আঘাতে আঘাত।
Facebook Comments Sync