কৌতুক/ রক্তবীজ ডেস্ক

রক্তবীজ ডেস্ক

কৌতুক/ রক্তবীজ ডেস্ক

 

১। স্ত্রী : কাল তুমি পাশের বাড়ির বৌদির সাথে সিনেমায় গেছিলে?

    স্বামী: কি করব বলো? আজকালকার যা সব সিনেমা, পরিবারের সাথে একসাথে বসে দেখা যায় না!

 

২। ব্যর্থ প্রেমিক আর সফল প্রেমিকের মধ্যে তফাৎ কী?

   ব্যর্থ প্রেমিক দারুণ  কবিতা লেখে, ফাটাফাটি গান গায়, পাহাড়-জঙ্গলে ঘুরে বেড়ায় আর বিভিন্ন স্বাদের মদ খায়।

সফল প্রেমিক: সক্কালে উঠে চা বানায়, থলে হাতে বাজারে যায়, এক আঁটি হলেও ফ্রিতে ধনেপাতা চায় আর রাতে মশারি টাঙ্গায়।

 

৩ । চিকণ শিশু: ইফতারে বিরিয়ানি মাংস একেআরেই খাবে না, তাহলে আরো মোটা হয়ে যাবে। 

      মোটা শিশু; আরে দূর!  হাত ও তো শুধু লতাপাতাই খায়, কই হাতি তো কখনো শুকায় না। 

 

৪। মেয়ে: মা আমাকে একজন  I Love U  লিখে মেসেজ দিয়েছে। 

     মা: এসব মেসেজ মোবাইলে রাখেতে নেই । যার মেসেজ তাকে আবার ফরিয়ে দাও।

 

৫।  মোটা বউ এর কার্যকারিতা: 

বিশাল মোটা এক বউ ও তার স্বামী  মিলে এক চোরকে ধরে ফেলেছে।  বউ চোরের পিঠে চড়ে বসে স্বামীকে বলল, ‘ছুটে গিয়ে পুলিশ ডেকে নিয়ে এস।’ 

স্বামী আবার এক কান্ড বাঁধিয়েছে। জুতো খুঁজে পাচ্ছে না।

বউ হাঁকছে , দেরি করছ কেন?

স্বামী বলছে, ‘জুতো পাচ্ছি না।’ 

এদিকে চোরের অবস্থা খারাপ। প্রায় দমবন্ধ!

 চোর চিৎকার করে বলছে, ‘ওরে হারামজাদা , আমার চটি পরে যা’!

( সংগৃহীত)