মাটি ও মানুষ / প্রণব মজুমদার 

মাটি ও মানুষ

মাটি ও মানুষ

মাটি ও মানুষ / প্রণব মজুমদার 

 

গাঁয়ের শস্য সবুজ আঁকা বাঁকা মেঠো পথ; 

হেঁটে হেঁটে ক্লান্ত বালক সভ্যতার ঠিকানায়, 

ব্যস্ত নগরে পা রাখে মানুষ হবার প্রত্যাশায়।

জ্ঞানার্জন থামে সেরা বিদ্যাপীঠের শিক্ষায়, 

যোগ্য হতে অভিনয় শিক্ষার পাঠ নিতে হয়। 

কৃত্রিম জীবনে আধুনিক সভ্যতার সরব স্পর্শ! 

শহর যাপনে একে একে বিলীন হয় প্রকৃতি;

রসায়ন প্রয়োগে প্রাকৃতিক প্রাণ, ঘুমন্ত ব্যাধি!

দূর থেকে মৃত্তিকাকেও শাসন করে পরদেশী

সক্ষম ষোড়শীর মতো মাটি পোয়াতি হয় না!

হাইব্রিড খাবার, সংক্ষিপ্ত বসনের ফ্যাশনে-

গাঁয়ের কোমল বালক বালিকারা শহুরে হয়।

 

গগনচুম্বী ইমারত, আলোহীন বদ্ধ তপ্ত ঘর;

নগর সভ্যতার অন্দর বাহির যান্ত্রিক চিৎকার,

দূষণেও বলি হয় নগরের প্রাকৃত অক্সিজেন।

খুঁজে ফেরে বালক উর্বর মাটি ও খাঁটি মানুষ;

গ্রাম্যতার চাদরে অন্বেষণ করে মুক্ত সমীরণ।

শহুরের হাওয়ায় গা ভাসায় রূপের গ্রামবাংলা 

ব্যস্ত সময়, ক্লান্ত মানুষ, ভাবনায় বিনিদ্র রাত,

তবু বলি, সোনার বাংলা- তোমায় ভালোবাসি!

প্রণব মজুমদার
প্রণব মজুমদার