আমার মা নেই/ফিরোজ শ্রাবন

ফিরোজ শ্রাবন

আমি সত্যি ভুলে যাই আমার মা নেই। আমি এখনও আশায় থাকি হয়তো গ্রামে গেলে মায়ের দেখা পেয়ে যাব। মা কেমন হয় বা হওয়া উচিত তা কখনও ভাবিনি, তবে মা যে সন্তানের জন্য কতটা দরকার তা আমি জানি । আমার কাছে মায়ের সংজ্ঞা হলো মহাসমুদ্র যার কাছে কোন কমতি নেই। অথবা বিশাল আকাশ দেখলে যেমন মন ভালো হয়ে যায় তেমনি মাকে দেখলেও মন ভালো হয়ে যায়। তোমার ক্ষুধা লেগেছে তুমি জানোনা কিন্তু মা জানে। অবাক লাগে না! তোমার মোজা তুমি খুজে পাচ্ছ না, কিন্তু মা খুজে পায়। যা কিছু চাও তা মায়ের কাছে আছে। খুব ছোট্টবেলায় যদি জানতাম আল্লাহর কাছে চাইলেই সব পাওয়া যায়, তাহলে মাকে কষ্ট  দিতাম না। মায়ের পেছনে লেগে থাকা আর আবদার পূরন না হওয়া এটা হতেই পারে না। আমার মা যেন আমার কষ্টের কারণ না হয় তা আমি জানতাম, তবে আমার আবদার যে দ্রুত পূরন করা উচিত তা যেন মা মানতেন না। আমি কি আর ছেড়ে দেবার লোক । আমার মায়ের আবদার আমি পূরন করতে না পারলেও মা পূরন করে গেছে আমার হাজারো, লাখো আবদার। তার কোন হিসেব নেই। আমিও কম ভাল ছেলে নই, বন্ধুদের মতো আমার বড় বড় কোন আবদার ছিল না। আমি অল্পতেই খুশি ছিলাম। বিজ্ঞজনেরা বলেন, যার মা নেই, তার কেউ নেই। কথাটা মোটেও সত্যি নয়। কারণ আমি বিশ্বাস করি, মা চলে যাবার পরে আমার প্রভু আমাকে আরো বেশী মমতায় জড়িয়ে নেন। সবাই যখন আমার সামনে “মা মা” বলে ডাকে তখন আমার কেমন লাগে বলেন। আপনি হয়তো ভাবছেন মা নেই তোর কিছুই নেই। না, আমার আল্লাহ আমাকে মায়ের মমতায় জড়িয়ে নেন। তখন মনে হয় আমি ডাক দিলেই হয়তো মা সাড়া দিবে। কিন্তু লোকে কি বলবে? বলবে, এত বড় একটা ছেলে যার মা বেঁচে নেই সে কিনা মা মা বলে ডাকছে। আমি সবার আড়ালে গিয়ে জোরে জোরে মা মা বলে ডাকি, মা শুনতে পায় ।  নাটক সিনেমায় দেখি এতিম সন্তান মা মা বলে ডাকলে মায়ের অদৃশ্য একটা অবয়ব সামনে চলে আসে। আমার মনে হয় মা আমাকে বলেন, বাবা, ভালো হয়ে চলো, কারো কিছুর প্রতি লোভ করবে না, সাবধানে পথ চলবে। আমিও বলি, মা চিন্তা করো না,  আমি সাবধানে রাস্তা চলি,  আল্লাহর রহমতে কিছু হবে না। আমি রাস্তায় হোচট খেলে এখনও বলি, ওরে মা। চারিদিকে তাকাই পরিচিত কেউ যদি দেখে ফেলে আর বলে কির তোর মা নেই, তুই কেন মাকে ডাকছিস। আসল লোকের কথায় কি বা আসে যায়! তবুও তো সত্যি যে আমার মা নেই। তাই যখনই হোচঁট খাই বলার চেষ্টা করি, ইয়া আল্লাহ । কিন্তু খেয়াল করে দেখেছি, যতই চেষ্টা করি সেই ওরে মা- ই চলে আসে। আমি ভাবছি আর হোচঁটই খাব না,  তাহলে আর কোন ঝামেলা নেই। যাদের মা নেই তাদের অবশ্য একদিকে ভাগ্য ভালো যে মাকে কষ্ট দেবার সুযোগ নেই। আর যাদের মা এখনও বেচেঁ আছে, তাদের সব আছে জানেন?  

%d bloggers like this: