আসুন একটু হাসি – অঙ্কনা জাহান

অঙ্কনা জাহান

অঙ্কনা জাহান

আসুন একটু হাসি

 

(১)

আবুলের ইংরেজি পরীক্ষা । তাই সে রাত জেগে টুকলি করেছে।পরীক্ষার হলে আবুল টুকলি আর প্রশ্ন মিলিয়ে দেখে মহা ঝামেলায় পড়ে গেল।কারণ সে নিয়ে এসেছিল ‘মাই ফ্রেন্ডস’ কিন্তু প্রশ্নে প্যারাগ্রাফ এসেছে ‘মাই ফাদার।’ অনেক ভেবে চিন্তে অবশেষে আবুল ভাবল, মাই ফ্রেন্ডস আর মাই ফাদার দুটোই তো কাছাকাছি।তাই সে বুদ্ধি করে ফ্রেন্ডস এর জায়গায় ফাদার বসিয়ে ‘মাই ফাদার’ প্যারাগ্রাফ লিখে ফেলল। সমস্যা হল শিক্ষক আবুলের খাতা চেক করতে গিয়ে বেহুশ হয়ে গেলেন।আবুলের খাতার ‘মাই ফাদার’ নামক প্যারাগ্রাফটা ছিল এরকম- I am a fatherly parson. I have many fathers. I love my all fathers. My best father is my neighbour Rasel…….

শিক্ষকের পক্ষে আর পড়া সম্ভব হয়নি।

 

(২)

এক স্কুলে শি্ক্ষা অফিসার এসেছেন স্কুল পরিদর্শনে। তিনি একটা শ্রেণিকক্ষে প্রবেশ করে এক ছাত্রকে প্রশ্ন করলেন, ‘বল তো sky মানে কি?’ ছাত্র বলল,‘আরকাশ।’

অফিসার অবাক হলেন। অন্য একছাত্রকে বললেন, ‘তুমি বল তো wind মানে কি?’

দ্বিতীয় ছাত্র বলল, ‘বারতাস।’

এবার অফিসার প্রধান শিক্ষককে বিষয়টা জানালে তিনি বললেন, ‘স্যার এটা ওদের ওরবাস।’

অফিসার একটু হেসে বললেন, ‘সারবাশ, সারবাশ।’

%d bloggers like this: