বিদ্রোহী কবি নজরুল/ শাহজাহান আবদালী
বিদ্রোহী কবি নজরুল/ শাহজাহান আবদালী
চুরুলিয়ার দামাল ছেলে
দস্যিপনা সেরা
মনটা ছিল উড়ু উড়ু
স্বপ্ন দিয়ে ঘেরা।
ঘরে ছিল দুখিনী মা
ছিল বড্ড অভাব
তারপরেও দস্যি ছেলের
হল্লা করা স্বভাব।
সেই ছেলেটি হঠাৎ করে
পাল্টে গেল ঠিক
লেটোর দলে নাম লিখিয়ে
মাতায় চারিদিক।
রেস্তোরাঁতে বানায় রুটি
করেন নানা কাজ
হঠাৎ করে পড়লো দেশে
যুদ্ধ যুদ্ধ সাজ।
সৈনিকে সে নাম লেখালো
হলো হাবিলদার
হঠাৎ করে কাব্যনেশা
চাপলো মাথায় তার।
গদ্য লেখেন পদ্য লেখেন
লেখেন মজার গান
ক্রমে ক্রমে কাব্যনেশায়
উঠলো মেতে প্রাণ।
এমনি করে লিখতে থাকেন
আগুনঝরা বই
বিষের বাঁশি প্রকাশ পেলে
বাধলো যে হইচই।
লেখেন তিনি ধুমকেতু আর
অগ্নিবীণা তাই
ব্রিটিশ রাজের হুমকি এলো
রক্ষা যে আর নাই।
জেলখানাতে বন্দী কবি
নেইকো মোটে ভয়
জেলের ভেতর গান গেয়ে সে
ভয়কে করে জয়।
উঠলো কেঁপে শাসক-শোষক
উঠলো কেঁপে ভিত
দেশটা জুড়ে যায় ছড়িয়ে
বিদ্রোহী সংগীত।
চুরুলিয়ার দামাল ছেলে
ঝাকড়া মাথার চুল
সেই ছেলেটা মহান কবি
বিদ্রোহী নজরুল।
Facebook Comments Sync