বড় বাপের পোলারা খায়/ অনুপা দেওয়ানজী

বড় বাপের পোলারা খায়

বড় বাপের পোলারা খায়

বড় বাপের পোলারা খায়/ অনুপা দেওয়ানজী

 

চকবাজারে গেলাম সেদিন

ভিড়ের চাপে তিষ্ঠানো  দায়।

হঠাৎ দেখি ডাকছে আমায়

মজনুদাদার ভায়রাভাই।

 

কাছে যেতেই বললো দাদা 

মেলা দিন তো দেখাই নাই 

আইছো যখন খাইবা নাকি

বড় বাপের পোলারা খায়?

 

যতই বলি থাক না দাদা

বড় বাপের পোলা তুমি

হাইকোর্ট আর দেখবো কত 

মুখ্যুসুখ্যু মানুষ আমি। 

 

দাদা হেসে পিঠ চাপড়ে

হাসতে হাসতে তখন  কয়

হাসাইলা ভাই খুব আমারে 

ভাবছো যাহা তা মোটে নয়।

 

মাংস,চিঁড়া, ডাইল,ডাবলি

পনেরো পদ খাবার সাথে 

ঝাঁক্কি মারা ষোল রকম

মশলা দেয়া আছে তাতে ।

 

খাইয়া দেখো কেমন লাগে

ঠোঙায় সবে লইয়া যায়

 দেন দেখি ভাই দুইটা ঠোঙা

বড় বাপের পোলারা খায়।

 

অনুপা দেওয়ানজী 
অনুপা দেওয়ানজী
%d bloggers like this: