বসবাস / শেলী সেলিনা

বসবাস

বসবাস

বসবাস / শেলী সেলিনা 

 

আমিও  মিশি তোমাদের সাথে তখন 

সন্ধান পাই ফাংগাস পড়া তামাটে 

দেহের! 

প্রজাপতির রঙিন পাখনায় ভর ক’রে

 দিগন্ত জোড়া সোনালী হাসির দেশে যাই

 উড়ন্ত মনে!  ঔষধি হাতিশুঁড়  গাছের

 প্রণাম গ্রহণ  করি! কৃষাণী বধূর দেয়া 

 বকবক্ষীর মতো  সাদা ভাত মুখে পুরি! 

 তামাটে শানকিতে থাকে লাল পেয়াজের 

ঝাঁঝ আর সবুজের সfক্ষী কাচা লংকা! 

  দুধসাদা ভোরে মুখ ডোবাই পান্তার 

অমৃত সাগরে! অবশেষে নিশিত রাতে 

ক্ষুধার্ত শিশু শাবক হ’য়ে হাতড়ে মুখে 

পুরি ধরিত্রীর বুকে জমে থাকা অমৃত

 রস! একমুঠো কাঙ্ক্ষিত আদরের স্বাদ

 জমা রাখি লোলুপ জিহ্বায়! ছোট্ট হামিং 

বার্ডের মতো তিড়িং বিড়িং করে কাটিয়ে 

দেই কাঙ্ক্ষিত কাল!

  এভাবেই, এখানেই আমার আজন্মের বসবাস!

শেলী সেলিনা
শেলী সেলিনা
%d bloggers like this: