ছন্দবাসর/ বাবলু গিরি

 ছন্দবাসর

 ছন্দবাসর

 ছন্দবাসর/ বাবলু গিরি।

                     

শব্দের ঘরে বসে আছি 

শব্দ সব বসে আছে উচ্চারণ হবে, না 

আমের মঞ্জরীর মতো ঘ্রাণময় হবে।

লিপি হওয়ার সময় অক্ষর সব লাইন লাগিয়েছিলো কবির ঘরে।

কে আগে বসবে বর্ণ সয়ম্ভর সভায় ?

শেষে ‘অ’ বসে গেল অগ্রভাগে।

তারপর যে যাই উচ্চারণ করে,

‘অ’ এসে পড়ে।

 

শব্দের মুকুল ফুটে ওঠে 

সৌরভ ছড়িয়ে বিছিয়ে কবিতা হয় ।

আমি কবি হয়েও বুঝতে পরিনি, 

কখন সয়ম্ভর সভা থেকে –

বাসর ঘরে ছন্দ হয়ে গেছি।

বাবলু গিরি
বাবলু গিরি
%d bloggers like this: